মাধ্যম নিউজ ডেস্ক: শেষ রক্ষা আর হল না। দুদিনের লড়াই শেষ। লড়েছিল বীর সৈনিকের মত। গুলিবিদ্ধ হয়েও নিজের প্রাণের তোয়াক্কা না করে যে জঙ্গিদের সঙ্গে লড়াই করে চলছিল, আজ তারই মৃত্যু হল। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জম্মু ও কাশ্মীরে (Kashmir) জঙ্গি (terrorist) দমনে অংশ নিয়ে গুলিতে (bullet) গুরুতর জখম হয়েছিল সেনাবাহিনীর কুকুর ‘জুম’ ( Army Dog Zoom)। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। অবশেষে আজ বৃহস্পতিবার মৃত্যু হল জুমের (Indian Army Dog)।
সেনা আধিকারিকদের মতে, জুম প্রায় বেলা ১১.৪৫ মিনিট অবধি চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছিল। কিন্তু আচমকা হাঁপাতে শুরু করে সে। তখনই প্রাণ হারায় সে। বেলা ১২টা নাগাদ তার মৃত্যু হয়৷ শ্রীনগরের আর্মি ভেটেরিনারি হাসপাতালে একটি মেডিকেল টিমের কড়া পর্যবেক্ষণে ছিল জুম (Indian Army Dog)।
আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে আহত হয়েও যোদ্ধার মত লড়াই করল ভারতীয় সেনাবাহিনীর কুকুর 'জুম'
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) অনন্তনাগে সোমবার ভোরে সেনার সঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে যায় ‘জুম’ (Indian Army Dog)। তারই সহায়তায় এনকাউন্টারে লস্কর -ই - তৈবার দুই সন্ত্রাসবাদীকে খতম করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী। কিন্তু সংঘর্ষে জঙ্গিদের ছোঁড়া দু'টি গুলি এসে লাগে তার গায়ে। তারপরেও জঙ্গিদের কামড়ে ধরে লড়াই চালিয়ে যায় সে। এরপর পশু হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু হয়। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালেই মৃত্যু হল ‘জুম’-এর।
আজ ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসের তরফে ট্যুইট করে তাঁর (Indian Army Dog) মৃত্যুর খবর দেওয়া হয়েছে।
Army Assault Canine 'Zoom' laid down his life in the line of duty. He suffered gunshot wounds during Op Tangpawa on 09 Oct 22 where he fought gallantly with terrorists, saving lives of soldiers. His selfless commitment and service to the Nation will be remembered forever. pic.twitter.com/R6i7Cv5WG5
— Chinar Corps🍁 - Indian Army (@ChinarcorpsIA) October 13, 2022
ভারতীয় সেনাবাহিনীর তরফে এদিন জুম-এর মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছে।
#Condolence#ArmyCdrNC condoles the death of Assault Dog 'Zoom'. Injured in line of duty in operation at Tangpawa #Ananatnag, he finally breathed the last on 13 October 2022.
— NORTHERN COMMAND - INDIAN ARMY (@NorthernComd_IA) October 13, 2022
A real hero in service to the #Nation.#Salute @adgpi @DefenceMinIndia @ChinarcorpsIA pic.twitter.com/yBmBeirwam
+ There are no comments
Add yours