মাধ্যম নিউজ ডেস্ক: পুরুষদের থেকে মহিলাদেরই যৌনসঙ্গী বেশি। এমনই তথ্য উঠে এল এক গবেষণায়। ২০১৯- ২০২১ সালের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (NFHS survey) থেকে এমন তথ্য পাওয়া গিয়েছে। দেশের বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই যৌনসঙ্গীর নিরিখে পুরুষদের থেকে এগিয়ে রয়েছেন মহিলারাই। এই সমীক্ষাটি ৭০৭টি জেলায় ১.১ লক্ষ মহিলা এবং ১ লক্ষ পুরুষের ওপর করা হয়েছিল।
১১টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে পুরুষদের থেকে বেশি সঙ্গী রয়েছে মহিলাদের। রাজ্যগুলি হল, রাজস্থান, মধ্যপ্রদেশ, অসম, কেরল, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, তামিলনাড়ু। এর মধ্যে রাজস্থানেই সব থেকে বেশি। এই রাজ্যে প্রতি মহিলার গড়ে ৩.১ জন যৌনসঙ্গী রয়েছে। সেখানে পুরুষদের ১.৮ জন।
আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তা ধর্ষণ নয়, ঐতিহাসিক রায় কেরল হাইকোর্টের
এমনকি শহরের তুলনায় গ্রামের এবং অবিবাহিত বা বিধবা অথবা ডিভোর্সিদের তুলনায় বিবাহিত মহিলারাই দুই বা তার বেশি পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। সমীক্ষা অনুযায়ী, জনসংখ্যার নিরিখে মহিলাদের (০.৫%) তুলনায় বেশি সংখ্যক পুরুষ (৩.৬%) এমন কারও সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন যারা তাদের স্ত্রী বা লিভ-ইন পার্টনার নয়।
আরও পড়ুন: আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কি পক্স, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৫০০০-এর বেশি, মৃত্যু ১২ জনের
সমীক্ষাটি মূলত উচ্চ-ঝুঁকিপূর্ণ যৌন মিলন এবং যৌনমিলনের সময় কন্ডোম কতজন ব্যবহার করছেন সেই বিষয়গুলি জানতেই করা হয়েছে। কারণ কন্ডোম ব্যবহারের ফলে এইচআইভি এবং অন্যান্য যৌন রোগের ঝুঁকি কমে।
যৌন সম্পর্কের মাধ্যমে যেসব রোগ ছড়ায় - যেমন গণোরিয়া বা ক্ল্যামাইডিয়া - তা নিয়ে করা এক জরিপে দেখা গেছে, প্রতি চার মিনিটে একজন তরুণ সংক্রমণের শিকার হচ্ছেন।
আরও পড়ুন: যৌনকর্মীদের সমমর্যাদা, সমান আইনি অধিকার প্রাপ্য, জানাল সুপ্রিম কোর্ট
সরকারি তথ্যে বলা হচ্ছে, এর মধ্যে ১৬ থেকে ২৪ বছর বয়সীরা আছেন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। এসব রোগ বিস্তার ঠেকাতে পারে কন্ডোম।
+ There are no comments
Add yours