State Budget: চলতি মাসের ১৫ তারিখ পেশ হতে পারে রাজ্য বাজেট, জানালেন চন্দ্রিমা

সম্প্রতি পরিষদীয় দফতর জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য অধিবেশন শেষ হতে পারে সময়ের আগেই।
Chandrima_Bhattacharya
Chandrima_Bhattacharya

মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় পেশ হতে পারে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট (State Budget)। এমনটাই জানালেন রাজ্য সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "সম্ভবত ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে।" 

মাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত হতে পারে এবারের বিধানসভার বাজেট অধিবেশন (State Budget)। এমনটাই জানিয়েছে পরিষদীয় দফতর। বিধানসভা অধিবেশনের প্রথম দিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতা দিয়ে অধিবেশনের সূচনা হবে। ১৯ তারিখ শোকপ্রস্তাবেব মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে অধিবেশেনর কাজকর্ম। ১৫ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগে স্থির হয়েছিল ৮-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে বাজেট অধিবেশন।

আরও পড়ুন: ডিজিটাল প্যান কার্ডই ব্যবসায়ীদের মূল পরিচয়পত্র, বড় ঘোষণা নির্মলার

মাধ্যমিক শুরুর আগেই শেষ হবে অধিবেশন 

সম্প্রতি পরিষদীয় দফতর জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য অধিবেশন (State Budget) শেষ হতে পারে সময়ের আগেই। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ৪ মার্চ। সেই সময়ে বিধায়করা নিজেদের এলাকায় মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। সেই ভাবনা থেকেই পরিষদীয় দফতর মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই অধিবেশন শেষ করার এই সিদ্ধান্ত।

যদিও এখন অবধি সমন করে আনুষ্ঠানিক ভাবে অধিবেশন (State Budget) শুরুর নির্দেশ দেননি রাজ্যপাল। তাই বিধানসভা অধিবেশনের কার্যবিবরণীও এখনও নির্ধারণ করা হয়নি। অনুমান করা হচ্ছে, রাজ্যপাল সমন করে অধিবেশন শুরুর নির্দেশ দিলেই সর্বদলীয়ও কার্যবিবরণীর বৈঠক করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও কার্যবিবরণীর একটি বৈঠকেই বিধানসভার বাজেট অধিবেশনের সূচি তৈরি করা যায় না। তার জন্য স্পিকার বেশ কয়েকটি বৈঠক করেন। অধিবেশন শুরু হলেই কার্যবিবরণীর বৈঠক করে যাবতীয় কাজকর্ম স্থির করা হবে। চেষ্টা করা হবে ২১-২২ তারিখের মধ্যেই অধিবেশনের যাবতীয় কাজকর্ম শেষ করে দিতে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles