Weather Update: মরশুমে প্রথম বার ২০ ডিগ্রি কলকাতায়! শীত কি চলে এল?

Winter in Bengal: আগামী দু-দিনেই দক্ষিণবঙ্গের ৫ জেলার তাপমাত্রা পৌঁছবে ১৫ ডিগ্রিতে! কী বলছে পূর্বাভাস?
kolkata_winter
kolkata_winter

মাধ্যম নিউজ ডেস্ক: হালকা চাদর গায়ে তুলেছে কলকাতা। রাতে কিংবা ভোরের দিকে হিমেল হাওয়ায় শিরশিরে ভাব। গ্রামাঞ্চলে তো বটেই, কলকাতা ও শহরতলিতেও অনায়াসেই ঠাওর করা যাচ্ছে পারদ পতন। এসবের মধ্যেই বুধবার চলতি মরশুমে এই প্রথম ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল কলকাতার তাপমাত্রা (Weather Update)। বুধবার সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস।

মেঘ সরতেই পারদ-পতন

ডিসেম্বর আসতে হাতে মাত্র কিছুদিন। মেঘ সরতেই পারদ নেমেছে কলকাতায় (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে আরও কিছুটা নামতে পারে কলকাতার পারদ। তবে শীত আসতে এখনও ঢের দেরি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে দক্ষিণবঙ্গে। ২০ ডিগ্রির পাশাপাশি আসতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে বর্তমানে ২০ ডিগ্রির নিচে রয়েছে তাপমাত্রা। শনি-রবিবারের মধ্যে এই জেলাগুলিতে ১৫ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা। তবে, এখনই কড়া শীত পড়বে না। হেমন্তের এই সময়ে প্রতি বছরই আবহাওয়া এরকমই থাকে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: ঘরের মাঠে অপরাজেয় তকমা হাতছাড়া! কাতারের বিরুদ্ধে ৩-০ গোলে হার ভারতের

কী বলছে হাওয়া অফিস

হাওয়া অফিসের (Weather Update) পূর্বাভাস রয়েছে, আগামী শুক্র-শনিবারে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, উত্তরবঙ্গের দুই জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপাসগারে এবং অন্যটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরের কোরোমিন অঞ্চলে। মাঝেমাঝেই এই নিম্নচাপ শীত প্রবেশে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles