মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম বার বিশ্বকাপ ফুটবলের আসরে যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifiers) তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছে ভারত। সেই লক্ষ্যকে সামনে রেখেই বৃহস্পতিবার মধ্যরাতে সৌদি আরবের আভায় আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে খেলতে নামছেন সুনীল ছেত্রীরা। একাধিক ফুটবলার না থাকা দুর্বল আফগানিস্তানকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে অটল ইগর স্টিম্যাচের ছাত্ররা।
কোথায় ভারত
২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভারত এই মুহূর্তে যোগ্যতা অর্জন পর্বে (World Cup Qualifiers) নিজেদের গ্রুপে তিন নম্বরে রয়েছে। কুয়েতের সঙ্গে গোলপার্থক্যে পিছিয়ে রয়েছে তারা। আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে দু’টি ম্যাচে জয় সুনীলদের পরের ধাপের জন্য এগিয়ে দেবে। বৃহস্পতিবারের পর ২৬ মার্চ গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতি ম্যাচ সুনীলদের। স্টিম্যাচ মনে করছেন, বৃহস্পতিবারের লড়াই কঠিন। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচে আফগানিস্তান যে রকম খেলেছিল, তার চেয়ে এখন ওরা অনেক উন্নতি করেছে। তাই এই ম্যাচটা একেবারেই সহজ হবে না।’’ ইগরের কথায়, ‘‘আফগানিস্তানের কোচ অ্যাশলি আমাদের দলের অধিকাংশ ফুটবলারকেই খুব ভাল করে চেনেন। এএফসি এশিয়ান কাপের সময় থেকেই এই ম্যাচের জন্য ও দলকে তৈরি করছে।’’
Training in full swing as we edge closer towards 𝕄𝔸𝕋ℂℍ𝔻𝔸𝕐 💪🏻🇮🇳#FIFAWorldCupQualifiers 🏆 #BlueTigers 🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/mtnCJ6U0S0
— Indian Football Team (@IndianFootball) March 20, 2024
অতীত রেকর্ড
ফিফা ক্রমতালিকায় সুনীলরা রয়েছেন ১১৭তম স্থানে। আফগানিস্তান ১৫৮ নম্বরে। আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ভারতের ফল ভালই। আগে দুই দলের মধ্যে ১১ বার সাক্ষাতে ভারত জিতেছে ৭ বার। আফগানিস্তান জিতেছে ১ বার, ৩ বার খেলা অমীমাংসিত থেকেছে। তবু শেষ মুহূর্ত পর্যন্ত আফগানদের লড়াই করার ক্ষমতা রয়েছে, এ কথা ভালই জানেন সুনীলরা। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সুনীল বলেছেন, ‘‘আফগানিস্তান আগ্রাসী ফুটবল খেলে। কারণ, অ্যাশলি এই ধরনের ফুটবলই খেলান।’’ এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের যন্ত্রণা যে এখনও কাঁটার মতো বিঁধে রয়েছে তাঁর মনে, গোপন করেননি ভারত অধিনায়ক। বলেছেন, ‘‘এএফসি এশিয়ান কাপে যা হওয়ার হয়ে গিয়েছে। কাজটা কঠিন হলেও আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’’
Our #BlueTigers 🐯 are prepping up for the Afghanistan challenge 💪⚔️#FIFAWorldCupQualifiers 🏆 #IndianFootball ⚽️ pic.twitter.com/NZbglrCaMD
— Indian Football Team (@IndianFootball) March 20, 2024
কখন শুরু ম্যাচ
সৌদি আরবের আভায়, বৃহস্পতিবার রাত ১২.৩০ (তারিখ অনুযায়ী, শুক্রবার ০০.৩০) থেকে ভারত-আফগানিতান ম্যাচের শুরু। আফগানিস্তান বনাম ভারত, লাইভস্ট্রিম দেখা যাবে ফ্যানকোড অ্যাপে। ভারত ও আফগানিস্তানের ফুটবল সম্পর্কের শুরু সেই ১৯৪৯ সালে, কাবুলে নিজেদের মধ্যে এক ফ্রেন্ডলি সিরিজের মাধ্যমে। এর পরেই দিল্লিতে ১৯৫১-র এশিয়ান গেমসে প্রথম সরকারি ম্যাচে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। গত এক দশকে দুই দেশই ফুটবলে উন্নতি করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের ফুটবল-দ্বৈরথ দর্শকদের মন কেড়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ
+ There are no comments
Add yours