Nitin Gadkari: শিলিগুড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন নিতিন গড়কড়ি, কেমন আছেন মন্ত্রী?

Nitin Gadkari: ইতিমধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীকে ফোন করে তাঁর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
WhatsApp_Image_2022-11-17_at_504.01_PM
WhatsApp_Image_2022-11-17_at_504.01_PM

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ সফরে এসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari)। বৃহস্পতিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক অনুষ্ঠান মঞ্চে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, সম্ভবত সুগার ফল হয়েছিল তাঁর। তড়িঘড়ি মঞ্চ থেকে নামিয়ে গ্রিন করিডর (Green Corridor) করে সেখানেই নিয়ে আসা হয় চিকিৎসককে। সূত্রের খবর, মন্ত্রীর চিকিৎসায় চালানো হয়েছিল স্যালাইনও। তবে এখন তিনি সুস্থ আছেন ও বর্তমানে তিনি এখন খড়গপুরে রয়েছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীকে ফোন করে তাঁর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সূত্রের খবর অনুযায়ী, এদিন তিনি শিলিগুড়ির ক্যান্টনমেন্ট রোড থেকে সেবক পর্যন্ত চার লেনের দীর্ঘ রাস্তার শিলান্যাস করতে উত্তরবঙ্গে আসেন নিতিন গড়কড়ি। শিলিগুড়ির দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর ফুটবল মাঠে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা নাগাদ সেখানে পৌঁছোন কেন্দ্রীয় মন্ত্রী। কিছুক্ষণ পর‌ই ভাষণ দিতে ওঠেন তিনি। কিছুটা ভাষণ দেওয়ার পর‌ই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। এরপরই তৎক্ষণাৎ তাঁকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে এসে গ্রিন করিডর করে সেখানেই নিয়ে আসা হয় চিকিৎসক। এরপর সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিয়ে যাওয়া হয় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের বাড়িতে আর সেখানেই মন্ত্রীর (Nitin Gadkari) চিকিৎসা চলে।

এদিন শিলিগুড়ির অনুষ্ঠান শেষ করে তাঁর ডালখোলায় অন্য একটি উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথাও ছিল (Nitin Gadkari)। এছাড়াও খড়গপুর ও রায়গঞ্জে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আর‌ও দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল গড়কড়ির। কিন্তু তাঁর হঠাৎ অসুস্থতার জন্য তিনি উপস্থিত না হলেও ভার্চুয়ালি বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। রাজু বিস্তা জানিয়েছিলেন যে, '' মন্ত্রী ডালখোলার কর্মসূচীতে যোগ দেবেন না, ভিডিও কনফারেন্সে সূচনা করবেন অনুষ্ঠানের।" 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles