মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী আজ সকাল ১১টায় লোকসভায় বাজেট শুরু করেন। এবারের এই বাজেটে রয়েছে একের পর এক চমক। কেন্দ্রের বাজেটে উপস্থিত বাংলার মিষ্টি। অবাক হচ্ছেন তবে এটিই সত্যি। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরামন ঘোষণা করলেন ‘মিষ্টি’ প্রকল্প। যেখানে উপকূল বরাবর ম্যানগ্রোভ বাগান করা হবে। এই নাম নেওয়া হয়েছে বাংলার মিষ্টি থেকেই। এই প্রকল্পের পুরো নাম Mangrove Initative for Shoreline Habitats and Tangible Incomes। অর্থমন্ত্রী সীতারামন বলেছেন যে সরকার নতুন মিষ্টি প্রকল্পের অধীনে উপকূলরেখা বরাবর ম্যানগ্রোভ বাগান করবে। মিষ্টি প্রকল্পটি ম্যানগ্রোভ সংরক্ষণের লক্ষ্যেই শুরু করা হচ্ছে।
আরও পড়ুন: ডিজিটাল প্যান কার্ডই ব্যবসায়ীদের মূল পরিচয়পত্র, বড় ঘোষণা নির্মলার
#Budget2023
— PIB India (@PIB_India) February 1, 2023
Building on India's success in afforestation, Mangrove Initative for Shoreline Habitats and Tangible Incomes (MISHTI) to be taken up for mangrove plantation along coastline wherever feasible through convergence with MNREGA and other sources#AmritKaalBudget
‘মিষ্টি’ প্রকল্প চালু কেন্দ্রীয় সরকারের
কেন্দ্রীয় বাজেটের অন্যতম মূল উদ্দেশ্য ছিল সবুজ ও দূষণমুক্ত ভারত গড়ে তোলা। সেই লক্ষ্য পূরণে এবছর মোট ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। ২০৭০ সালের মধ্যে পরিবেশে কার্বন নিঃসরণ বন্ধ করার পথে এগোনোর কথা জানিয়ে প্রথমেই ম্যানগ্রোভ অরণ্য বাড়ানোর জন্য ‘মিষ্টি’ প্রকল্পের ঘোষণা করেন তিনি।
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এই বাংলার বুকেই, তা হল সুন্দরবন। নির্মলা সীতারামনের ‘মিষ্টি’ সেই সুন্দরবনকেই করে তুলবে আরও সবুজ, যাতে লাভবান হবে এ রাজ্যই। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের অবক্ষয়ে বিপদের আঁচ দেখছে বাংলা তথা গোটা দেশ। ফলে এবার সেই দিকেই বিশেষ নজর দেওয়া হল বাজেটে। উল্লেখযোগ্যভাবে, সমুদ্রে সুনামির মত বড় বিপর্যয়ের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধে ম্যানগ্রোভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষের স্বপ্ন পূরণের জন্য ‘সপ্তর্ষি’ লক্ষ্যের কথা ঘোষণা করেন নির্মলা। তার মধ্যে অন্যতম ছিল সবুজ ভারত গড়ে তোলা। সেই জন্যই লুপ্তপ্রায় ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখা ও তার বিস্তার করার জন্য ‘মিষ্টি’ প্রকল্প শুরু করবে কেন্দ্র। উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ চাষে উৎসাহ দেবে এই প্রকল্প।
+ There are no comments
Add yours