Union Budget 2023: বাজেটে কীসের দাম বাড়ল আর কী কী কমল? এক নজরে

Union Budget 2023: এদিন আয়করে ছাড়ের পাশাপাশি মোবাইল এবং টিভির জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
union__udget_2023_(1)
union__udget_2023_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কর ছাড়ের ক্ষেত্রে বড় চমক দিয়েছেন তিনি। ইতিমধ্যেই করছাড়ের ঘোষণায় স্বস্তি পেয়েছেন চাকুরিজীবীরা। বাজেটে ঠিক কোন কোন জিনিসের দাম বাড়ছে, কিসের দাম কমছে আম জনতার মূলত নজর থাকে সেই দিকে। ফলে এক ঝলকে দেখে নিন কিসের কিসের দাম এ বারের বাজেটে কমল।

কোন কোন জিনিসের দাম কমল?

  • বুধবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, দাম কমতে পারে টিভি-চিমনির মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের। সেই সঙ্গে দাম কমতে পারে ক্যামেরা লেন্স, ব্যাটারি-সহ একাধিক জিনিসের।
  • দেশে টিভি তৈরির জন্য যন্ত্রাংশের আমদানি শুল্কের উপর ২.৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার ফলে বেশ খানিকটা কমবে টিভির দাম।
  • ক্যামেরার লেন্সের মত আরও বেশ কয়েকটি জিনিসেরও আমদানি শুল্কে ছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে। ফলে দাম কমবে ক্যামেরা লেন্সের।
  • মোবাইলের যন্ত্রাংশের উপর শুল্কের ছাড় দেওয়া হয়েছে। ফলে কমবে মোবাইলের দামও।
  • বস্ত্র ও কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমদানি কর ২১ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে।
  • ইলেকট্রিক গাড়ির ব্য্যাটারির যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় রয়েছে। ফলে সাইকেল, ইলেকট্রিক গাড়ির দাম কমবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।
  • বাজেটের পর সস্তা হবে লিথিয়াম ব্যাটারিও। ব্যাটারির দাম বেশ খানিকটা কমতে চলেছে। শুল্কে ছাড় দিয়েছে সরকার।
  • সস্তায় পাওয়া যাবে দেশে তৈরি খেলনাও।
  • শিল্পক্ষেত্রে ব্যবহৃত অ্যালকোহলের দামও কমে যাবে।
  • দাম কমেছে হিরের গয়নারও।

আরও পড়ুন: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

কিসের কিসের দাম বাড়ল?

  • ধূমপায়ীদের জন্য এটি সুখবর নয়। কারণ দাম বাড়বে সিগারেটের। সিগারেটের উপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে এ বারের বাজেটে।
  • চিন থেকে আমদানি করা খেলনার উপরেও শুল্ক বাড়ানো হয়েছে। ফলে দাম বাড়বে চিনের তৈরি খেলনার।
  • সোনা, রুপো, প্ল্যাটিনামের মত ধাতুর দাম বাড়ায় গয়না ও বাসনের দাম বাড়ছে।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles