মাধ্যম নিউজ ডেস্ক: গুনে শেষ করা যাচ্ছে না। প্রচুর ভুয়ো অ্য়াকাউন্ট (Fake accounts) ঘুরছে ট্যুইটারে (Twitter)। স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা কত তার গণনা শুরু হয়েছে। এই গোনা শেষ না হওয়া পর্যন্ত টুইটার কিনবেন না টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। শুক্রবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একথা জানিয়েছেন তিনি। স্পেস-এক্সের প্রতিষ্ঠাতা জানান, ট্যুইটার কেনা আপাতত স্থগিত রাখছেন তিনি। মাস্ক ট্যুইটারে লেখেন, ‘স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা সত্যিই ট্যুইটারের মোট ব্যবহারকারীর পাঁচ শতাংশের কম, সেটা গণনার স্বপক্ষে নথি না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে ট্যুইটার কেনার চুক্তি স্থগিত থাকবে।’
[tw]
Twitter deal temporarily on hold pending details supporting calculation that spam/fake accounts do indeed represent less than 5% of usershttps://t.co/Y2t0QMuuyn
— Elon Musk (@elonmusk) May 13, 2022
[/tw]
ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে প্রথম থেকেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আসছেন মাস্ক। ট্যুইটারে অজস্র ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। যা থেকে নানা ভুয়ো কিংবা উস্কানিমূলক খবর ছড়িয়ে পড়ছে। ফলে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তাই মাস্ক প্রথমেই জানিয়ে দিয়েছিলেন, সমস্ত স্প্যাম এবং ভুয়ো অ্য়াকাউন্ট সরিয়ে ফেলার পরই ট্যুইটারের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। নয়া ত্রৈমাসিকে ১ কোটি ৩০ লক্ষ নতুন ট্যুইটার ব্যবহারকারী বেড়েছে। যা অতিমারি করোনার পর সর্বোচ্চ বলে জানাচ্ছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তার মধ্যে মাস্কের ট্যুইটার কেনার আগে পর্যন্ত সংস্থাটি বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন হয়। যেমন, মাস্ক টুইটার কেনার পর বিজ্ঞাপনদাতারা আর ট্যুইটারে ব্যয় করবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দেয়।
আরও পড়ুন: টুইটার অধিপতি মার্কিন ধনকুবের মাস্ক,সরতে হতে পারে সিইও পরাগকে
যদিও গত ২৫ এপ্রিল ট্যুইটারের মালিকানা পান ইলন মাস্ক। প্রায় ৪,৪০০ কোটি ডলারে এই সংস্থাটি কেনেন তিনি। ট্যুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের অর্থ ঋণ নিয়েছেন মাস্ক। তা শোধ করার জন্য শেষ পর্যন্ত তাঁকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকার ধনকুবের। পাশাপাশি, খরচ কমানোর উদ্দেশ্যে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলিকে জানিয়েছিলেন তিনি। মাস্কের এই নয়া ঘোষণার পর শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার আগেই টুইটারের দাম ২৫% পড়ে গিয়েছে, বলে খবর।
+ There are no comments
Add yours