Purba Bardhaman: তৃণমূলের জেলা সম্পাদক এবং ব্লক সভাপতির কোন্দলে ফের অস্বস্তিতে শাসক দল

পূর্ব বর্ধমানে তৃণমূলের জেলা সম্পাদক কেন ছাড়লেন দল?
Purba_Bardhaman_(2)
Purba_Bardhaman_(2)

মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের মুখে শাসক দলে ভাঙন পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)। ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন জেলা তৃণমূলের সম্পাদক অভিজিৎ সোম সহ বেশ কয়েকজন তৃণমূল সমর্থক। মঙ্গলবার বিকালে অভিজিৎ সোম তাঁর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার কথা ঘোষণা করেন। ফলে নির্বাচনের আগে তৃণমূল ফের অস্বস্তিতে।

কী বললেন তৃণমূলের জেলা সম্পাদক (Purba Bardhaman)?

বর্ধমান (Purba Bardhaman) ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি তা-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ সোম বলেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য তাঁদের সঙ্গে ব্লক সভাপতি কোনও আলোচনা করেননি। কীভাবে দেওয়াল লিখন হবে বা ভোটপ্রচার হবে, সব ব্যাপারেই আমরা অন্ধকারে আছি। ব্লক নেতৃত্বের পক্ষ থেকে পার্টির কর্মসূচি সম্বন্ধে আমাদের কিছুই জানানো হচ্ছে না। তাঁর আরও অভিযোগ, যে বাড়িতে আমরা দলীয় কার্যালয় খুলেছি, সেই বাড়ির মালিককে দলের অঞ্চল সভাপতি সহ বেশ কয়েকজন হুমকি দিচ্ছে বলে বাড়ির মালিক জানিয়েছেন। বাড়ির মালিককে পার্টি অফিস করার জন্য ঘর দিতে নিষেধ করা হয়েছে। সেসব কারণেই আমরা দলের পদ থেকে অব্যাহতি নিলাম। দলীয় কার্যালয়ে বিভিন্ন আসবাবপত্র সহ যা কিছু ছিল, সবই এলাকার বিভিন্ন সংস্থাকে দান করে দেওয়া হয়। তিনি আরও বলেন, এখন থেকে তাঁরা শুধু নিছকই সাধারণ ভোটার হিসাবেই থাকবেন।

তৃণমূলের ব্লক সভাপতির বক্তব্য

এবিষয়ে ব্লক (Purba Bardhaman) সভাপতি কাকলি তা পাল্টা বলেন, অঞ্চল সভাপতির সঙ্গে অভিজিৎ সোম কোনও রকম যোগাযোগ রাখতেন না, আলাপ আলোচনা করতেন না। তিনি কেবল মাত্র শহর কেন্দ্রীক দল করেন। তাই তাঁর থাকা বা না থাকাতে দল পরিচালনার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তাঁকে দল আগেও সম্মান দিয়েছিল, এখনও তাঁকে দল পদ দিয়ে সম্মান দেয়। আমাদের দলে কোনও বিভাজন বা গোষ্ঠীকোন্দল নেই বলে তিনি সাফ জানান।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles