Puruliya: ট্রেনের সংরক্ষিত আসনে বসে তৃণমূলের ব্যাজ লাগানো কর্মীরা, বিক্ষোভ পুরুলিয়া স্টেশনে

 হাতে তৃণমূলের পতাকা নিয়ে ট্রেনের সংরক্ষিত সিট দখল করে নিল তৃণমূল!
Puruliya
Puruliya

মাধ্যম নিউজ ডেস্ক: সংরক্ষণ থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীদের দৌরাত্ম্যে সিট না পেয়ে চরম হয়রানির মুখে পড়তে হল রেল যাত্রীদের। প্রতিবাদ করলে জোটে অত্যন্ত দুর্ব্যবহার। ঘটনায় ক্ষুব্ধ রেল যাত্রীরা প্রতিবাদ জানিয়ে রেল লাইনে নেমে  অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরুলিয়া (Puruliya) রেল স্টেশন।

কেন সংরক্ষিত আসনে তৃণমূল কর্মীরা (Puruliya)?

প্রসঙ্গত আজ কলকাতায় ২১ জুলাই তৃণমূলের শহিদ সভা। আর সেই সভায় যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া (Puruliya) রেল স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেসের সংরক্ষিত কোচে চেপে ভিড় জমান তৃণমূল কর্মী-সমর্থকরা। মূল অভিযোগ, সংরক্ষিত যাত্রীদের আসন অবৈধভাবে দখল করে সেই খানে বসে পড়েন তৃণমূলের কর্মীরা। অথচ রিজার্ভেশন টিকিট থাকা রেলযাত্রীদের বসতে দেওয়া হয়নি। এমনকি রেল যাত্রীদের মারধর ও দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

প্রতিবাদে বিক্ষোভ রেল যাত্রীদের

গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রেলযাত্রীরা। প্রতিবাদ জানিয়ে ট্রেনের ইঞ্জিনের (Puruliya) সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনায় হাওড়া-পুরুলিয়া রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২৫ মিনিটের বেশি সময় দাঁড়িয়ে থাকে স্টেশনে। ঘটনাকে ঘিরে পুরুলিয়া রেল স্টেশন জুড়ে চাঞ্চল্য ছড়ায়। রূম্পা নিয়োগী নামে এক যাত্রী বলেন, আমার সংরক্ষিত টিকিট রয়েছে, কিন্তু ট্রেনে উঠতে পারলাম না। রেলের পুলিশকে বলতে উত্তর দিল, টিকিট কাউন্টারে কথা বলুন। চূড়ান্ত হয়রানির শিকার হতে হল আজ। আরেক যাত্রী তনুশ্রী পালধী বলেন, প্রচুর ভিড় ছিল ট্রেনে, টিকিট সংরক্ষিত থাকলেও ট্রেনে যেতে পারলাম না। তিনি আরও বলেন, আমার জায়গা তৃণমূলের কর্মীরা দখল করে রেখেছে। আমরা তো টাকা দিয়ে সংরক্ষিত টিকিট কেটেছি! আর অপর দিকে বুকে ‘ধর্মতলা চলো’ বলে তৃণমূলের ব্যাজ নিয়ে আমাদের সিট দখল করেছে তৃণমূলের কর্মীরা। সরকার কি কেবল এই তৃণমূল কর্মীদের! আমরা যাঁরা আজ অসুবিধার মধ্যে রয়েছি তাঁদের সরকার কি মমতা বন্দ্যোপাধ্যায় নন। এই ভাবে প্রশ্ন তোলেন সাধারণ যাত্রীরা। 

রেল পুলিশের ভূমিকা

অবশেষে পরিস্থিতিকে সামাল দিতে রেল পুলিশ (Puruliya) ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সংরক্ষিত কামরার টিকিট থাকা যাত্রীদের বিকল্প কামরায় আসনের ব্যবস্থা করে দিলেন রেল পুলিশ। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও অনেকে ট্রেনে উঠতে না পারায় বাড়ি ফিরতে বাধ্য হন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles