মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে বারাকপুরে (Barrackpore) গোষ্ঠী কোন্দলে জর্জরিত শাসক দল। এমনিতেই বারাকপুর মহকুমার বারাকপুর-২ ব্লকে ৫০ শতাংশ আসনে তৃণমূল নতুন মুখ এনেছে। আর তাতেই দলীয় কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। বারাকপুর-১ এবং বারাকপুর-২ ব্লকে গ্রাম পঞ্চায়েত স্তরে এক একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে তৃণমূলের গোঁজ প্রার্থীই বেশি। স্বাভাবিকভাবে এই ঘটনায় চরম বিড়়ম্বনায় পড়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।
একাধিক আসনে তৃণমূলের গোঁজ প্রার্থী
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারাকপুর-২ ব্লকে গ্রাম পঞ্চায়েত স্তরে মোট ১৬১টি আসন রয়েছে। এর মধ্যে বিজেপি ১১৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। সিপিএম দিয়েছে ১৩৩টি আসনে এবং কংগ্রেসের প্রার্থীর সংখ্যা ২৫টি। আর তৃণমূল কংগ্রেস ১৯৫ জন প্রার্থী দিয়েছে। নির্ধারিত আসন সংখ্যার থেকে অনেক বেশি প্রার্থী দেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, পঞ্চায়েত স্তরে তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীরাই মনোনয়ন জমা দিয়েছেন। যেমন, বারাকপুর-২ ব্লকের শিউলি গ্রাম পঞ্চায়েতে প্রতিটি আসনে দুজন করে দাঁড়িয়েছেন। এই ব্লকের অন্য পঞ্চায়েতগুলিতে বহু আসনেই তৃণমূলের একাধিক গোঁজ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
কী বললেন বিক্ষুব্ধ প্রার্থীরা?
গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে বারাকপুর (Barrackpore)-১ ব্লকের মামুদপুর গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েত এলাকায় পার্টি অফিসের মধ্যে নেতাকর্মীরা বিবাদে জড়িয়ে পড়েছেন। বহু আসনে নতুন প্রার্থীদের মেনে নিতে পারছে না দলেরই একাংশ। ব্যালটে এর প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে। এই ব্লকের কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী এবং ব্লকের তৃণমূল নেতা রানা দাশগুপ্ত। রবীন্দ্রনাথবাবু বলেন, রানার প্রার্থী তালিকায় নাম নেই। ও এবং ওর স্ত্রী মনোনয়ন জমা দিয়েছে। এটা দলবিরোধী কাজ। নেতৃত্বকে জানিয়েছি। বিক্ষুব্ধ তৃণমূল নেতা রানা দাশগুপ্ত বলেন, প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। সিপিএম, বিজেপি যারা করত, তারা আমাদের দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছে। বিরোধী দলের যারা আমাদের ওপর হামলা চালিয়েছে, তারাই এবার তৃণমূলের প্রার্থী। তাই, আমরা মনোনয়ন জমা দিয়েছি। দল যা ঠিক করবে, সেই মতো সিদ্ধান্ত নেব।
কী বললেন তৃণমূলের জেলা সভাপতি?
তৃণমূলের বারাকপুর (Barrackpore) সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় বলেন, দলের নিয়ম সকলকে মানতে হবে। যাঁরা নির্দল হিসেবে মনোনয়ন দিয়েছেন, তাদের প্রত্যাহার করতে বলা হবে। আশ করছি, নাম প্রত্যাহারের আগে সব ঠিক হয়ে যাবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours