মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচারের (Coal Scam) কালো টাকা সাদা করতে লগ্নি করা হয়েছিল রিয়েল এস্টেটে। ওই টাকার খোঁজে বালিগঞ্জের একটি নির্মাণ সংস্থার দফতরে বুধবার তল্লাশিও চালিয়েছে ইডি। উদ্ধার করা হয়েছিল ১.৪০ কোটি টাকা। তলব করা হয় ওই সংস্থার ডিরেক্টরকে। ওই ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই এবার ইডির (ED) হাতে এল নয়া তথ্য। ইডি সূত্রে খবর, কয়লা পাচারের কালো টাকা সাদা করতে কেবল রিয়েল এস্টেটেই বিনিয়োগ করা হয়নি, ওই টাকা লগ্নি করা হয়েছে সিনে-দুনিয়ায় (Tollywood)।
কালো টাকা...
জানা গিয়েছে, কয়লা পাচারের টাকায় টলিউডে দুটি সিনেমা তৈরি হয়েছে। এর মধ্যে একটি মুক্তি পেলেও, অন্যটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ওই ঘটনায় টলিউডের বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এঁদের মধ্যে রয়েছেন টলিউডের দুই অভিনেত্রীও। অতীতে এঁরা বঙ্গ রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। ইডি সূত্রে খবর, কয়লা পাচারের টাকা সাদা করতে সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিও তৈরিতেও লগ্নি করা হয়েছিল।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে আরও দুই অভিনেত্রী (Tollywood) সম্পর্কে তথ্য এসেছে তাঁদের কাছে। গত কয়েক বছর ধরে এঁরাও রাজনীতির সঙ্গে যুক্ত। এক অভিনেতার নামও উঠে এসেছে। কয়লা পাচারের টাকায় এই অভিনেতা সিনেমা করেছেন। রাজনীতির অলিন্দে তাঁর অবস্থানও ভাল। ওই তালিকায় রয়েছেন মন্ত্রীর এক ঘনিষ্ঠ আত্মীয়ও। সিনে দুনিয়ায় অনায়াস যাতায়াত রয়েছে দক্ষিণ কলকাতার ওই প্রভাবশালীর। ইডি সূত্রে খবর, কেবল এই অভিনেতা, অভিনেত্রী নন, একটি প্রযোজক সংস্থার নামও উঠে এসেছে। ইডি সূত্রে খবর, যে নামগুলি উঠে এসেছে, তাঁদের সম্বন্ধে বিস্তারিত খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। প্রয়োজনে তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুুন: একশো দিনের কাজে ‘পুকুর চুরি’! মৃত ব্যক্তির অ্যাকাউন্টেও ঢুকেছে মজুরি!
এসবের পাশাপাশি ইডির নজরে রয়েছে শরৎ বোস রোডে চক্রবেড়িয়ার কাছের একটি গেস্ট হাউসও। অভিযোগ, কয়লা পাচারের টাকায় ওই গেস্ট হাউসটি কেনা হয়েছিল। ইতিমধ্যেই কলকাতার দুই ব্যবসায়ীকে দিল্লির ইডির সদর দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ও প্রাপ্ত নথি সূত্রে ইডির দাবি, কালো টাকা সাদা করতেই বাংলা সিনেমায় বিনিয়োগ করা হয়েছে পাচারের টাকা। দুই ব্যবসায়ীর মধ্যে একজন বাংলা ছবিতে টাকা বিনিয়োগ করেছেন বলেও দাবি ইডির আধিকারিকদের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours