মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরে ফের জঙ্গি হানা (J&K Terror Attack)। বারামুলায় বাড়িতে ঢুকে পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। বুধবার নিজের বাড়িতে ছিলেন পুলিশকর্মী গুলাম মহম্মদ দার। হঠাৎই বেশ কয়েকজন জঙ্গি পুলিশকর্মীর বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এরপর ওই পুলিশ কর্মী গুলির শব্দ শুনে বাইরে এলে তাঁকে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। উল্লেখ্য, গত রবিবার দিনেও জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল আরও এক পুলিশকর্মীর। এই নিয়ে তিন দিনে ২ পুলিশ কর্মীর মৃত্যু হল।
কীভাবে ঘটল ঘটনা (J&K Terror Attack)?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কনস্টেবেল গুলাম মহম্মদ দারের বাড়ি বারামুলার কারালপোরা গ্রামে। বাড়িতে ঢুকে গুলি চালালে গুলির শব্দে আশেপাশের মানুষ ছুটে আসেন। আর এর ঠিক আগেই জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর দ্রুত খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়। আহত পুলিশ কর্মীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর গোটা এলাকা জুড়ে শুরু হয় জঙ্গিদের (J&K Terror Attack) খোঁজে তল্লাশি।
পুলিশের শোক প্রকাশ
বুধবার জঙ্গিদের (J&K Terror Attack) গুলিতে নিহত পুলিশকর্মীর মৃত্যুতে জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে বলা হয়, “মৃত পুলিশ কর্মী গুলাম মহম্মদ শহিদ হয়েছেন। দেশের জন্য তাঁর আত্মবলিদান, এক অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের পাশে সব সময় পুলিশ কর্মীরা থাকবেন। সবরকম সহযোগিতা করবো আমরা।”
রবিবারেও জঙ্গি হামলা হয়েছিল
গত রবিবার শ্রীনগরে আরও এক পুলিশকর্মীকে হত্যা করেছিল জঙ্গিরা (J&K Terror Attack)। নিহত পুলিশ কর্মীর নাম ইনস্পেক্টর মসরুর আহমদ ওয়ানি। জানা গিয়েছিল, তিনি ইদগা এলাকার একটি মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলেন। সেই সময় জঙ্গিরা আচমকা আক্রমণ করে। জঙ্গিরা তাঁকে উদ্দশ্য করে মোট তিনটি গুলি করে। হাসপাতালে যেতে যেতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছিল। এই হত্যার দায় লস্কর-ই-তৈবা নিয়েছে বলে জানা গিয়েছে।
একদিকে মধ্যপ্রাচ্যে ইজরায়েল-হামাস যুদ্ধ চলছে। ঠিক সেই সময়, হামাস-হিজবুল্লা সংগঠনের পাশে দাঁড়িয়ে, জঙ্গি সংগঠনগুলি সক্রিয় হয়ে উঠেছে। কাশ্মীরকে ফের অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন উপত্যকার একাংশের মানুষ। ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে অতিরিক্ত নিরাপত্তার সতর্কতা জারি করেছে সরকার।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours