Ram Navami 2024: সফলভাবে সম্পন্ন ট্রায়াল, রাম নবমীর দ্বিপ্রহরে রামলালার সূর্যাভিষেক

রাম নবমীর সেরা আকর্ষণ রামলালার সূর্য তিলকের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে
ram(4)
ram(4)

মাধ্যম নিউজ ডেস্ক: রাম নবমীর (Ram Navami 2024) দিন দুপুর বেলায় সূর্য রশ্মির তিলকে সেজে উঠবেন রামলালা। ১৭ এপ্রিল ঠিক দুপুর ১২:১৬ থেকে ১২:২১ পর্যন্ত সূর্য রশ্মি তিলক এঁকে দেবে রামলালার কপালে। ঠিক তারই আগে গত ১২ এপ্রিল দারুণ ভাবে সফল হল রামলালার কপালে সূর্য তিলকের ট্রায়াল রান। সম্ভব করলেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে সূর্য তিলকের ট্রায়াল রানের ছবিও প্রকাশ্যে এসেছে। উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক নিজের এক্স হ্যান্ডেলে সূর্য তিলকের এই ছবি শেয়ার করেছেন।

কী বলছেন রাম মন্দির নির্মাণ সমিতির চেয়ারম্যান

রামলালার সূর্য তিলক-এর প্রসঙ্গে রাম মন্দির নির্মাণ (Ram Navami 2024) সমিতির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বলেন, ‘‘আমরা অভ্যাস করেছি ভগবান রামের কপালে দুপুর ১২টা ১৬ থেকে ৫ মিনিটের জন্য কিভাবে সূর্যরশ্মির তিলক এঁকে দেওয়া যায়। এ বিষয়ে আমরা বিভিন্ন প্রযুক্তিরও সাহায্য নিচ্ছি। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা এবং বিজ্ঞানীরা একসঙ্গে কাজ করছেন সূর্য তিলক অনুষ্ঠানকে সফল করার জন্য।’’ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর, সূর্য তিলক এর পরিকল্পনা শুরু হয়েছিল মন্দির নির্মাণের কাল থেকেই।

অযোধ্যায় একশোর বেশি স্থানে সম্প্রচারিত হবে অনুষ্ঠান 

প্রতিবছর রাম নবমী (Ram Navami 2024) একই তারিখে পড়ে না। তাই আলাদা আলাদা সময়ে সূর্যের অবস্থান খানিকটা বদলে যায়। প্রতিবছর যে বিজ্ঞানীদের সূর্য তিলক অনুষ্ঠান করতে আলাদাভাবে ভাবতে হবে এ কথা বলাই যায়। চলতি বছরের ১৭ এপ্রিল এই অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যেই বিশেষ 'অপটো মেকানিক্যাল সিস্টেম' তৈরি করেছেন বিজ্ঞানীরা। এতে সামিল হয়েছেন আইআইটি রুরকির বিজ্ঞানীরাও। সূর্য তিলক অনুষ্ঠানে অযোধ্যায় ১০০-এরও বেশি জায়গায় এলইডি স্ক্রিনে বসানো হবে বলে জানা গিয়েছে। সূর্য তিলক অনুষ্ঠানকে (Ram Navami 2024) সফল করতে বিজ্ঞানীরা সৌর্য এবং চন্দ্র ক্যালেন্ডার অধ্যয়ন করেছেন এবং সেই মোতাবেক গণনাও করেছেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles