মাধ্যম নিউজ ডেস্ক: সিএএ মামলার শুনানি পেছাল শীর্ষ আদালত (Supreme Court)। নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act) নিয়ে রায় মুলতুবি রাখল দেশের প্রধান বিচারপতির ইউ ইউ ললিতের (Chief Justice U U Lalit) ডিভিশন বেঞ্চ। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলা মুলতুবি রাখা হয়েছে। সোমবার এই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে।
আরও পড়ুন: শাহিনবাগের নেপথ্যে ছিল পিএফআই-এসডিপিআই! আদালতকে জানাল দিল্লি পুলিশ
নাগরিকত্ব আইন নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে রাজ্যগুলির। নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে দেশজুড়ে প্রায় ২০০-র বেশি মামলা দায়ের করা হয়েছে শীর্ষ আদালতে। দেশের একাধিক রাজনৈতিক দল এবং সংগঠন কার্যত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মামলাকারীরা দাবি জানায়, নতুন আইনের মাধ্যমে সংবিধানে দেওয়া সমানাধিকারের মৌলিক বিষয়টি খর্ব করা হয়েছে। যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার খারিজ করেছে। কেন্দ্রের মতে, এই নতুন আইন ভারতে আসা সংখ্যালঘুদের সুবিধা করে দেবে। সেই সিএএ (CAA) মামলাগুলির আজকে ছিল শুনানি। কিন্তু শীর্ষ আদালতে এই মামলার রায় দান আজ মুলতবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, আগামী ১৯ শে সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণা হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শুনানি হয় শীর্ষ আদালতে। তখনও এই আইনে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। তবে কেন্দ্রকে একটি নোটিশ পাঠানো হয়। এদিকে, করোনা পরিস্থিতিতে এই আইন কার্যকর করার প্রক্রিয়া স্থগিত ছিল। এদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি একাধিক সংগঠন এই আইনের বিরোধিতায় মামলা দায়ের করে। সুপ্রিম কোর্টে দু'শোটিরও বেশি মামলা দায়ের হয়। সেই মামলাগুলিরই শুনানি হওয়ার কথা ছিল সোমবার। যা আপাতত আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে।
আরও পড়ুন: উমর খলিদের জামিনের আবেদনের বিরোধিতায় উঠল সার্জিল ইমাম প্রসঙ্গ
২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় সংসদে। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ হয় গোটা দেশজুড়ে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এদিকে, সিএএ দ্রুত কার্যকর করার। যদিও এখনও তা কার্যকর হয়নি। নতুন আইন অনুসারে পাকিস্তান, বাংলাদেশ,আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি শরণার্থীদের ভারতে নাগরিকত্ব দেওয়ার হবে বলে প্রতিশ্রুতি দেয় কেন্দ্র সরকার।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours