Sunil Chhetri: সুনীলকে সম্মান ফিফার, ৬২ হাজার মুখোশ বিলি, বিদায়ী ম্যাচ নিয়ে নানা ভাবনা 

FIFA: মেসি, রোনাল্ডোর সঙ্গে একাসনে সুনীল! বিরল সম্মান আন্তর্জাতিক ফুটবল সংস্থার
1200-675-21508346-thumbnail-16x9-sunil-aspera
1200-675-21508346-thumbnail-16x9-sunil-aspera

মাধ্যম নিউজ ডেস্ক: জুন মাসের ৬তারিখ ভারতীয় ফুটবল দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। যুবভারতী ক্রীড়াঙ্গনে, কুয়েতের বিরুদ্ধে, ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচই হবে দেশের জার্সিতে সুনীলের শেষ ম্যাচ। সুনীল অবসরের কথা জানাতেই তাঁকে কুর্নিশ জানাল ফিফা (FIFA)। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, কিংবদন্তি লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Lionel Messi And Cristiano Ronaldo) সঙ্গে এক পোডিয়ামে সুনীলকে দাঁড় করিয়ে, বুঝিয়ে দিল যে, সুনীল দেশের নন, বিশ্বের সম্পদ। 

ফিফার সম্মান

ফিফা সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্স বানিয়েছে। সেখানে দেখা যাচ্ছে পোডিয়ামে পরপর উপর-নীচ দাঁড়িয়ে রোনাল্ডো-মেসি-সুনীল। ফিফা ছবিতে ক্য়াপশন দিয়েছে, 'অবসরে এক কিংবদন্তি'। এর সঙ্গেই ফিফা প্রথম কমেন্টে লিখেছে, 'সুনীল ছেত্রী, (Sunil Chhetri) সক্রিয় আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় তিনে। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচই হবে তাঁর ভারতের জার্সিতে ফাইনাল ম্যাচ।' এই বিষয়ে সুনীলের একটি ভিডিয়ো ফিফা (FIFA) পোস্ট করেছে। রোনাল্ডো ২০৫ ম্যাচে করেছেন ১২৮ গোল। মেসির পা থেকে এসেছে ১৮০ ম্যাচে ১০৫ গোল। সুনীল ১৪৬ ম্য়াচে করেছেন ৯৩ গোল।

সুনীলের মুখোশ বিলি

সুনীলের (Sunil Chhetri) বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে আইএফএ কোনওরকম খামতি রাখতে নারাজ৷ ওই ম্যাচকে ঘিরে বেশ কিছু অভিনব পরিকল্পনা সাজাচ্ছে আইএফএ৷ ৬২ হাজার টিকিট ছাড়া হচ্ছে অনলাইনে৷ টিকিটের দাম ইতিমধ্যেই ঘোষিত৷ সুনীল ছেত্রীকে দেওয়া উপহারেও থাকছে চমক৷ দর্শকদের সুনীল ছেত্রীর মুখোশ দেওয়া হবে যাতে পুরো স্টেডিয়াম জুড়ে ৬২ হাজার সুনীল ছেত্রীকে দেখা যায়৷ ভারত অধিনায়ককে স্টেডিয়াম ঘোরানোর পরিকল্পনাও রয়েছে আইএফএ'র৷ সে সময় হবে পুষ্প বৃষ্টি। তবে, পুরো পরিকল্পনা তখনই চূড়ান্ত রূপ পাবে যখন ফিফা, এএফসি ও এআইএফএফের অনুমতি মিলবে, বলে জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত৷

দেশের জার্সিতে সুনীলের কৃতিত্ব

এএফসি কাপ ও এএফসি চ্যাম্পিয়ন কোয়ালিফায়ার্সে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ১৯ গোলের মালিক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। মোট ৩১টি এএফসি কাপের ম্য়াচ খেলেছেন সুনীল। ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮-১৯ ও ২০২১-২২ মরশুমে মোট সাতবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন। যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক। সুনীল এফপিএআই ইন্ডিয়া প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও জিতেছিলেন ২০০৯, ২০১৮, ২০১৯ মরশুমে। আন্তর্জাতিক ফুটবলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৪টি হ্যাটট্রিকও করেছেন সুনীল। আইএসএলের মঞ্চে প্রথম প্লেয়ার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন সুনীল ছেত্রী। ২০১৫ সালে এই নজির গড়েন তারকা স্ট্রাইকার। তাই ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে কুয়েতের বিরুদ্ধে জয় চায় ব্লু-টাইগার্সরা।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles