মাধ্যম নিউজ ডেস্ক: চিনা (China) ঋণের ফাঁসে পড়ে হাঁসফাঁস দশা ভারতের (India) প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan Crisis)। দেশে মূল্যবৃদ্ধি লাগামছাড়া। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। আকাশ ছোঁয়া গ্যাসের দামও। এর পাশাপাশি খাদ্যশস্য কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার জোগাড় আমজনতার। সে দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে ১৫ কেজি ময়দার প্যাকেট বিক্রি হচ্ছে দু হাজার টাকারও বেশি দামে। জানা গিয়েছে, লাহোর শহরে খোলা বাজারে ১৫ কেজি ময়দার প্যাকেট বিক্রি হচ্ছে ২ হাজার ৫০ টাকায়।
লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি...
ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি সহ বিভিন্ন শহরেও ময়দা বিকোচ্ছে প্রায় একই দামে। ময়দার পাশাপাশি দাম বেড়েছে মাংসেরও। পাকিস্তানের সিংহভাগ বাসিন্দার প্রধান খাদ্য গম। রুটি বা চাপাটি খেতেই ভালবাসেন তাঁরা। তাই আটা-ময়দার দামও লাগাম ছাড়া। এহেন পরিস্থিতিতে ভর্তুকিযুক্ত ময়দা বিলি করছিল একটি সরকারি দোকান। সেখানেই ময়দা আনতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।
আরও পড়ুুন: চার দিনে দুই গোষ্ঠী এবং ৪ জঙ্গিকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র
সংবাদ সংস্থা সূত্রে খবর, বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির বাড়ি সিন্ধ প্রদেশে। ছয় সন্তান তাঁর। মাগ্গিগন্ডার বাজারে (Pakistan Crisis) সন্তানদের মুখে খাবার তুলে দিতে ময়দার খোঁজে বেরিয়েছিলেন তিনি। তখনই শোনেন, সিন্ধ প্রদেশের মিরপুরখাসের একটি সরকারি দোকানে বিলি করা হচ্ছে ভর্তুকি যুক্ত ময়দা। সঙ্গে সঙ্গে সেখানে ছোটেন তিনি। গিয়ে দেখেন দোকানের সামনে লম্বা লাইন। লাইনে দাঁড়ান তিনিও। হঠাৎই শোনা যায়, ময়দা রয়েছে সীমিত পরিমাণ। দাবানলের মতো সে খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে মাটিতে পড়ে যান হরসিং কোলহি নামের ওই ব্যক্তি। তাঁর ওপর দিয়েই চলে যায় জনতার ঢল।
ঘটনার পরে পরে মিরপুরখাস এলাকার প্রেস ক্লাবের সামনে ধর্নায় বসেন হরসিংয়ের পরিবার। তাঁরা ঘটনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট খাদ্য দফতরের কর্তাদের শাস্তি দাবি করতে থাকেন। ঘটনায় যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ধর্না উঠে যায়। এদিকে, শাহিদে একটি ময়দা মিলের কাছে এক নাবালিকা সহ তিন মহিলা পদপিষ্ট হয়েছেন। তবে তাঁদের দ্রুত উদ্ধার করায় প্রাণে বেঁচে গিয়েছেন। এই মিলেও ভর্তুকি দিয়ে বিক্রি হচ্ছিল ময়দা।
+ There are no comments
Add yours