মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath) ওরফে কে কে-র (K K) মৃত্যুতে অভিযোগ দায়ের হয়েছে নিউমার্কেট থানায় (New Market Police Station)। বুধবার সকালে কে কে-র সঙ্গীরা গায়কের অস্বাভাবিক মৃত্যুর (Unusual Death) মামলা (FIR) দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পরেই নিউ মার্কেট এলাকায় যে হোটেলে কেকে ছিলেন, সেখানকার ম্যানেজার এবং হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যেয় এক কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চেই (Nazrul Manch) অসুস্থ বোধ করেন গায়ক। মঞ্চে দাঁড়িয়েই ভীষণ ঘামতে থাকেন। গরম লাগছে বলে বার বার এসি চালাতেও বলেন উদ্যোক্তাদের। বন্ধ করতে বলেন আলো। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। হোটেলে পড়ে গিয়ে মাথাতেও চোট পান। এফআইআরে তার উল্লেখও রয়েছে। তাঁকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কে কে। অটোপ্সি রিপোর্ট সামনে এলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। এসএসকেএম হাসপাতালে অটোপ্সি হবে গায়কের পার্থিব শরীরের।
আরও পড়ুন: "সব বয়সের মানুষের মন ছুঁয়েছে তাঁর গান", কেকে-র মৃত্যুতে শোকবার্তা মোদির
গতকালের অনুষ্ঠানে উপস্থিত থাকা কে কে-র কিছু ভক্ত অনুষ্ঠান উদ্যোক্তাদের গাফিলতিকেই গায়কের মৃত্যুর জন্যে দায়ী করছেন। তাঁদের প্রশ্ন, অডিটোরিয়ামের আসন সংখ্যার প্রায় চারগুণ দর্শক কী করে ঢুকে পড়ল? কী করছিল কর্তৃপক্ষ? তাঁদের আরও দাবি, বদ্ধ অডিটোরিয়ামে বেশিরভাগ এসি-ই কাজ করছিল না। তাই ভীষণ গরমে অসুস্থ হয়ে পড়েন তাঁদের প্রিয় গায়ক।
জানা গিয়েছে, ২৪০০ আসন সংখ্যার নজরুল মঞ্চে এদিন ঢুকে পড়ে আট হাজার মানুষ। ভিড় সামলাতে অপারগ হয় অনুষ্ঠান উদ্যোক্তারা। এত মানুষের ভিড়ে গরম লাগতে শুরু করে গায়কের। বার বার ঘাম মুছতে দেখা যায় তাঁকে। গানের মাঝে মাঝে অনেকক্ষণ বিরতিও নেন। অসুস্থতার ছবি স্পষ্ট হয়ে উঠেছিল গায়কের মুখে।
আরও পড়ুন: তবুও শ্রোতারা তাঁকে দিল না ছুটি...গানই শেষ সঙ্গী, দর্শকই বন্ধু, সুরলোকে কে কে
অডিটোরিয়ামে অব্যবস্থার কথা স্বীকার করে নিয়েছেন নজরুল মঞ্চে কর্মরত এক কর্মী। তাঁর কথায়, তিনি ১২ বছরে এ দৃশ্য দেখেননি। আসন সংখ্যার চেয়ে বহুগুণ বেশি মানুষ ঢুকে যায়। এসি ঠিক ছিল। কিন্তু এত মানুষের ভিড়ে কাজ করছিল না সে যন্ত্র। দরজা খোলা থাকায় এসির হাওয়াও বেরিয়ে যাচ্ছিল।
কেকে-র সহকারীদের বক্তব্য, হোটেলের ঘরে পৌঁছেই মাটিতে লুটিয়ে পড়েন গায়ক। বমিও করেন। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, গায়ককে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তাঁর মাথায় ও ঠোঁটে চোট ছিল।
+ There are no comments
Add yours