Goa:  ধ্বংস হয়ে যাওয়া ধর্মীয় স্থানগুলিতে মিলতে পারে শিবলিঙ্গ, দাবি গোয়ার মন্ত্রীর

গোয়ায় ধ্বংস হওয়া মন্দির পুনরুদ্ধারে বরাদ্দ...
Goa_f
Goa_f

মাধ্যম নিউজ ডেস্ক: গোয়ার ধ্বংস হয়ে যাওয়া ধর্মীয় স্থানগুলিতে শিবলিঙ্গ(shivlings) পাওয়া যেতে পারে। মঙ্গলবার এমনই মন্তব্য করলেন গোয়ার বিদ্যুৎমন্ত্রী সুদিন ধাবলিকর(sudin dhavalikar)। সোমবারই বারাণসীর জ্ঞানবাপী মসজিদের(Gyanvapi mosjid) ওজুখানার জলাধারে শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করে হিন্দুত্ববাদী একটি সংগঠন। তার পরেই এই দাবি জানালেন গোয়ার বিদ্যুৎমন্ত্রী।

কাশী বিশ্বনাথ মন্দির(Kashi Viswanath temple) লাগোয়া এলাকায় রয়েছে জ্ঞানবাপী মসজিদ। প্রতিদিন এই মন্দিরে নমাজও পড়েন ধর্মপ্রাণ মুসলিমরা। হিন্দুত্ববাদী একাধিক সংগঠনের দাবি, এক সময় এখানেই ছিল শৃঙ্গার গৌরীদেবীর মন্দির। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়। সোমবার এই মসজিদের ওজুখানার জলাধারেই শিবলিঙ্গ মেলে বলে খবর। এদিন গোয়ার বিদ্যুৎমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে মন্দিরগুলি ভেঙে ফেলা হয়েছিল সেই জায়গায় এই ধরনের শিবলিঙ্গ থাকতে পারে। ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগকে তা খুঁজে বের করতে হবে। তাহলেই ধ্বংস হয়ে যাওয়া ধর্মীয় স্থানগুলিতে শিবলিঙ্গ মিলতে পারে।বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ‘শিবলিঙ্গ আবিষ্কারে’র খবরে বিতর্ক শুরু হয়েছে গোটা দেশে। ইতিহাসবিদদের একাংশের মতে, ঔরঙ্গজেবের শাসনকালে কাশীতে মন্দির ভেঙে জ্ঞানবাপী মসজিদ তৈরি হয়েছিল। তাই শিবলিঙ্গ পাওয়া যাওয়ার খবর নিছক অমূলক নয়। যদিও মসজিদ কর্তৃপক্ষের দাবি, জ্ঞানবাপী মসজিদ ওখানেই রয়েছে সুদীর্ঘকাল। প্রতিদিন নমাজও পড়া হচ্ছে। তাদের দাবি, সেই কারণেই বিতর্কের অবকাশ নেই।

গোয়ায় ক্ষমতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। সেই সরকারেরই মন্ত্রী ধাভালিকার। তিনি জানান, গোয়ায় পর্তুগিজ ঔপনিবেশিক শাসনকালে ধ্বংস হওয়া মন্দিরগুলি পুনরুদ্ধারের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ধাভালিকার এও বলেন, এই সব মন্দির পুনরুদ্ধারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। অযোধ্যায় বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্কের অবসান ঘটেছে বছর কয়েক আগে। রামলালার জন্মস্থলেই গড়ে উঠছে মন্দির। অন্যত্র জমি দেওয়া হয়েছে বাবরি মসজিদ কমিটিকে। তার পর থেকে দেশের বিভিন্ন প্রার্থনাস্থলে ক্রমেই জোরালো হচ্ছে মন্দিরের দাবি। তাজমহল(Tajmahal) এক সময় শিবের(Lord Shiva) মন্দির ছিল বলে দাবি হিন্দুদের কারও কারও। মথুরায় শাহি ইদগাহ মসজিদ এলাকাটি আসলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান। এহেন আবহে গোয়ার বিদ্যুৎমন্ত্রীর(power minister) দাবি তাৎপর্যপূর্ণ বই কি! 

আরও পড়ুন : কী আছে তাজমহলের বন্ধ ঘরগুলিতে? ছবি প্রকাশ করল এএসআই

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles