Rhino Poaching: কুড়ি বছরে এই প্রথম, ২০২২ সালে একটিও গন্ডার শিকার হয়নি অসমে

২০২২ সাল জুড়ে একটিও গন্ডার চোরাশিকারের (Rhino Poaching) ঘটনা ঘটেনি এই রাজ্যে
Raihno
Raihno

মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কুড়ি বছরে অসমে এই প্রথমবার। ২০২২ সাল জুড়ে একটিও গন্ডার শিকারের (Rhino Poaching) ঘটনা ঘটেনি এই রাজ্যে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কী বললেন  

রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলন করে বলেন, "বিভিন্ন টেকনোলজির সাহায্য আমরা নিয়েছি যাতে গন্ডার শিকার (Rhino Poaching) বন্ধ করা যায়। বন্য কর্মীদেরও সতর্ক থাকতে বলা হয়েছিল। তার সঙ্গে বিশেষ কমান্ডো মোতায়েন করা হয়েছিল। সম্মিলিত এই চেষ্টার ফলেই লক্ষ্য পূরণ হয়েছে, যেটি গত কুড়ি বছরে প্রথম"।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী আরও বলেন যে এটি ২০ থেকে ২৫ বছরের মধ্যে হয়তো প্রথম যেখানে বছরে একটিও গন্ডার শিকারের (Rhino Poaching) ঘটনা ঘটেনি। সরকারি রিপোর্ট বলছে, শেষবারের মতো বেআইনি গন্ডার শিকারের (Rhino Poaching) খবর পাওয়া গেছিল ২০২১ সালের ২৮ ডিসেম্বর খিলাকুন্দা নামক স্থানে, যেটি গোলাঘাট জেলায় অবস্থিত।

গন্ডার শিকার (Rhino Poaching) রোধে টাস্ক ফোর্স গঠন
 

 

২০২১ সালের জুন মাসে অসম সরকার একটি টাস্ক ফোর্স নির্মাণ করে মোট ২২ জনকে নিয়ে। যার প্রধান করা হয় অসম পুলিশের ডিজিপিকে। সশস্ত্র বাহিনীও মোতায়ন করা হয় এই বেআইনি শিকার (Rhino Poaching) আটকানোর জন্য।

এই টাস্ক ফোর্সে ১১ টি জেলার পুলিশ সুপারকে এবং  ৬ টি বনবিভাগের আধিকারিককে রাখা হয়। এই টাস্ক ফোর্স মূলত গোলাঘাট, নওগাঁ, করবি অঙ্গলং, বিশ্বনাথ, শান্তিপুর, দারং, মরিগাও, বক্সা, চিরাং, বারপেটা এবং মাজুলী জেলাগুলির উপর বিশেষ নজর রেখেছিল।

গন্ডার শিকার (Rhino Poaching) অসমে একটা ধারাবাহিক অপরাধ হয়ে উঠেছিল ২০১৩-১৪ সাল নাগাদ। ওই সময়ের মধ্যে ২৭ টি গন্ডার শিকারের খবর সামনে আসে। ২০১৬ সালে ১৮ টির বেশি গন্ডারকে শিকার (Rhino Poaching) করা হয়, অন্তত পরিসংখ্যান তাই বলছে।

সরকারি সূত্রে জানা গেছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এখন বর্তমানে ২৬১৩ টি গন্ডার রয়েছে এবং এই সংখ্যা বেড়ে চলেছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যারা শিকার (Rhino Poaching) করে তাদের কাছে একটা ভুল ধারণা থাকে যে গন্ডারের শিং এর থেকে ওষুধ তৈরি হয় এবং তার একটা ব্যাপক আর্থিক মূল্য রয়েছে কিন্তু এই ধারণা একেবারেই ভুল।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles