মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সের 'কান' শহরে বছরের এই সময় চাঁদের হাট বসে। এই শহরটি তখন সিনেমা প্রেমীদের স্বর্গরাজ্য। গোটা বিশ্বের তারকারা লাল গালিচায় হাঁটতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। চলে কান চলচ্চিত্র উৎসব। 'কান' মানেই গ্ল্যামার, চাকচিক্য আর 'রেড কার্পেট লুক'। মুম্বাই এই সময় তারকাশূন্য, তারকাশূন্য লস এঞ্জেলেসও। কারণ সব হলি-বলি তারকারা উড়ে গেছেন ফ্রেন্স রিভারার ওপারে। এই ঘটনা ফি বছরই দেখা যায়। কিন্তু যা দেখতে পাওয়া যায় না, তাই ঘটল এবার। গ্ল্যামার, চাকচিক্যের ভিড়ে পাওয়া গেল মাটির গন্ধ। রাজস্থানি মাটির গন্ধ।
ভারতের প্রথম লোকশিল্পী হিসেবে কানের লাল গালিচায় হাঁটলেন রাজস্থানি লোক গায়ক মামে খান (Mame Khan)। গাইলেন 'ঘুমর' গান। গানের জাদুতে নাচালেন দীপিকা পাদুকোন, ঊর্বশী রাউতেলা, তামান্না ভাটিয়াদেরও। পদ্মশ্রী সম্মানে ভূষিত জয়সালমিরের এই গায়ক। 'লাক বাই চান্স', 'নো ওয়ান কিলড জেসিকা', 'সোনচিড়িয়া'- র মতো জনপ্রিয় হিন্দি ছবিতে গান গেয়েছে মামে। এছাড়া কোক স্টুডিওতে গান গেয়েও জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৭৫তম কান চলচ্চিত্র (75th Cannes Film Festival) উৎসব। এই বছর এই ঐতিহ্যশালী চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান পেয়েছে ভারত। চলতি বছর ‘কান্ট্রি অফ অনার’-এর তকমা দেওয়া হয়েছে ভারতকে। এই চলচ্চিত্র উৎসবে ভারতই প্রথম দেশ যারা এই সম্মান পেল।‘দ্য ইন্ডিয়ান প্যাভিলিয়ন'-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, সংগীত পরিচালক এআর রহমান, পরিচালক শেখর কাপুর, সিবিএফসি প্রধান প্রসূন যোশি। হাজির ছিলেন অভিনেতা আর মাধবন এবং নওয়াজউদ্দিন সিদ্দিকিও। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন লোকশিল্পী মামে খান।
+ There are no comments
Add yours