মাধ্যম নিউজ ডেস্ক: ফের নিখোঁজ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এ আবার নতুন কী? দলের বিপদে মাঝে মাঝেই গা ঢাকা দেওয়ার অভ্যেস রয়েছে জুনিয়র গান্ধী। কিন্তু এবার সাত সমুদ্দুর তেরো নদীর পার সুদূর ইউরোপে (Europe) পাড়ি দিলেন তিনি। মঙ্গলবারই কংগ্রেস (Congress) সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণে ইউরোপে গিয়েছেন রাহুল গান্ধী। আগামী রবিবার রাষ্ট্রপতি নির্বাচনের আগে দেশে ফিরে আসবেন তিনি। আগামী বৃহস্পতিবার কংগ্রেসের গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে অংশ নিতে পারবেন না বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে! দাবি ওড়াল কংগ্রেস
এর আগেও বহুবার দলের জন্যে গুরুত্বপূর্ণ মুহূর্তে সব ছেড়েছুড়ে বিদেশ সফরে গিয়েছে সোনিয়া-তনয়। এ নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের বাদল অধিবেশন রয়েছে। তার আগেই রাহুলের এই বিদেশ সফর ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন: ২০ শতাংশ প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী কী বলেছেন, ফাঁস করল ইডি
২০১৯-এর লোকসভা নির্বাচনের পরেই সমস্ত ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়ে কংগ্রেসের জাতীয় সভাপতির পদ ছাড়েন রাহুল। এরপর থেকে সনিয়া গান্ধীই অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। তবে তাঁর শারীরিক অসুস্থতার কারণে এবং দলীয় কর্মীদের দাবি মেনে কংগ্রেসে পাকাপাকিভাবে একজন সভাপতি নিয়োগ করা নিয়ে আলোচনা চলছে। বিশেষ কোনও মুখ না থাকায় রাহুল গান্ধীকেই পুনরায় সভাপতি হিসেবে নিযুক্ত করা হতে পারে। বৃহস্পতিবারের বৈঠকে সেই সভাপতি নির্বাচন নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বিদেশ সফরের কারণে সেই বৈঠকে উপস্থিত থাকবেন না খোদ রাহুলই।
এর আগেও রাজস্থানের যোধপুর হিংসার সময় এভাবেই নেপাল পালিয়েছিলেন রাহুল গান্ধী। রাজস্থানে কংগ্রেসের সরকার। রাজস্থান যখন জ্বলছিল তখন রাহুলের নেপাল সফর নিয়েও বিতর্কের ঝড় উঠেছিল।
আগামী সপ্তাহেই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। সংসদের বাদল অধিবেশনও শুরু হচ্ছে প্রায় একই সময়ে। এবার কী কী ইস্যুতে সরব হবে দল, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলেচনা হওয়ার কথা ছিল বৃহস্পতিবারের কংগ্রেসের দলীয় বৈঠকে। একইসঙ্গে আগামী ২ অক্টোবর থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সূচনার কথা রয়েছে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা। এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাহুলের অনুপস্থিতিতে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অভ্যন্তরেই।
+ There are no comments
Add yours