Independence Day: স্বাধীনতা দিবসে লালকেল্লায় বড় প্রকল্পের ঘোষণা মোদির

লোকসভা ভোটের আগে সেপ্টেম্বরেই "বিশ্বকর্মা স্কিম"
Indian_Independent_Day
Indian_Independent_Day

মাধ্যম নিউজ ডেস্ক: আগামী লোকসভা নির্বাচনের আগে স্বাধীনতা দিবসে (Independence Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় ঘোষণা করে চমক দিলেন। এই ঘোষণায় রয়েছে সাশ্রয়ী মূল্যের ওষুধ, গৃহনির্মাণের ঋণে ছাড় এবং নাগরিক পরিষেবার জন্য বিশেষ সুবিধা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, সেপ্টেম্বর মাসেই বিশ্বকর্মা স্কিম চালু করে প্রথাগত শিল্প নিদর্শনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবেন। সরকার ১৩০০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ আনছে বলে জানান প্রধানমন্ত্রী।

কী বললেন প্রধানমন্ত্রী(Independence Day)?

আগামী বছর লোকসভা নির্বাচন। কিন্তু স্বাধীনতার (Independence Day) দিনই লালকেল্লা থেকে জনস্বার্থ প্রকল্পের বেশ কিছু বড় ঘোষণা করে দেশবাসীকে উপহার দিলেন নরেন্দ্র মোদি। নতুন বিশ্বকর্মা স্কিমের মধ্যে বিশেষ করে যাঁরা পরম্পরা গত পেশা এবং শিল্পের জন্য কাজ করেন, তাঁদের উদ্দেশ্যে এই বিশেষ ঘোষণা করেন। প্রায় ১৩০০০ থেকে ১৫০০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেন এই প্রথাগত শিল্পের জন্য। এর প্রত্যক্ষ সুবিধা পাবেন ধোপা, নাপিত এবং স্বর্ণকারেরা।

জনঔষধি এবং মধ্যবিত্তদের জন্য বিশেষ ছাড়

জনঔষধি কাজকে আরও প্রগতিশীল করতে ১০০০০ থেকে ২৫০০০ করার কথা ঘোষণা করেন মোদি। বিশেষ করে ডায়বেটিস আক্রান্তদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেন। ১০০ টাকার ঔষধ জন ঔষধি দোকানে ১০ থেকে ১৫ টাকায় পাওয়া যাবে বলে জানান। মধ্যবিত্ত পরিবারের মানুষের বাড়ি নির্মাণের জন্য বিশেষ আর্থিক ঋণে সাশ্রয় করার কথা ঘোষণা করেন। যাঁরা নিজেদের বাড়ি নির্মাণ করতে চান, তাঁদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী (Independence Day) বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, যখন ২০১৪ সালে ক্ষমতায় আসেন তখন বিশ্ব অর্থনীতির দিক থেকে দশম স্থানে ছিল ভারত। কিন্তু দেশের গত নয় বছরের আর্থিক উন্নতি দেশকে পঞ্চম স্থানে নিয়ে গেছে। আগামী দিনে দেশ আরও আর্থিক ভাবে শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই দিন দেশের মূল্যবৃদ্ধি নিয়েও আশার কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত জুলাই মাস পর্যন্ত দেশের মূল্যবৃদ্ধির পরিমাণ অনেকটাই কম হয়েছে। মূদ্রাস্ফীতির পরিমাণ বর্তমানে ৭.৪৪ শতাংশে পৌঁছেছে।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles