Gita Jayanti: ডিসেম্বরে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান ব্রিগেডে, হাজির থাকতে পারেন রাষ্ট্রপতি

ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ নিয়ে কী বলছেন উদ্যোক্তারা?
gita
gita

মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে চলতি বছরের ডিসেম্বরে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান। অনুষ্ঠানের পরিকল্পনা থেকে আয়োজন সবেতেই সহযোগী সংগঠনের ভূমিকায় দেখা যাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে। জানা গিয়েছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলা এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন দেশের দুই শংকরাচার্য সমেত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

২৪ ডিসেম্বর ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ (Gita Jayanti) অনুষ্ঠান

‘অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ’-এর উদ্যোগে হতে চলা এই অনুষ্ঠানে রাজ্যের প্রশাসনিক অভিভাবক হিসাবে  আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। উদ্যোক্তারা জানিয়েছেন, ২৪ ডিসেম্বর এই অনুষ্ঠান হবে। ২৪ ডিসেম্বর দিনটিকে বাছার কারণও ব্যাখ্যা করেছেন উদ্যোক্তারা। তাঁদের মতে, ‘‘হিন্দু সংস্কৃতিতে ওই দিন গীতা জয়ন্তী পালন করা হয়ে থাকে এবং এটাও মনে করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতার (Gita Jayanti) জন্ম হয়েছিল, তাই এই দিনকে মোক্ষদা একাদশী হিসেবেও দেশের বিভিন্ন প্রান্তে পালন করা হয়।’’ হিন্দু ধর্মের কোনও কিছু অনুষ্ঠান হলেই তাতে রাজনীতির যোগ খোঁজার চেষ্টা করেন এক শ্রেণির মানুষ। তবে এর সঙ্গে যে রাজনীতির কোনও যোগ নেই, তাও স্বীকার করছেন সংগঠনের কর্তারা।

কী বলছেন উদ্যোক্তারা?

অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের সভাপতি প্রদীপ্তানন্দ মহারাজ বলেন, ‘‘এই কর্মসূচি সকলের জন্য। কোনও রাজনীতি নয়, মানব কল্যাণের লক্ষ্য নিয়েই এই অনুষ্ঠানে আমরা কমপক্ষে এক লাখ মানুষের সমাবেশ করব। সমবেত কণ্ঠে তাঁরা গীতা (Gita Jayanti) পাঠ করবেন। এটা অতীতে বিশ্বের কোথাও কখনও হয়নি।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমরা রাজ্যে সনাতন ধর্মের যত সংগঠন, আশ্রম, স‌ংস্থা রয়েছে সকলকেই যোগদানের আবেদন জানিয়েছি। সব রাজনৈতিক দলের সাংসদ, বিধায়কদেরও জানাব। আগামী ২ নভেম্বর রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানাতে দিল্লি যাওয়া হবে। তিনি উদ্বোধন করবেন। সেটা ঠিক হয়ে গেলেই মুখ্যমন্ত্রীর কাছে যাব আমরা। তাঁকে প্রধান অতিথি হিসাবে পেতে চাই।’’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles