মাধ্যম নিউজ ডেস্ক: “সাহিত্য মানবতাকে শক্তিশালী করে এবং সমাজকে উন্নত করে।” শনিবার কথাগুলি বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। এদিন (Rashtrapati Bhavan) তিনি যোগ দিয়েছিলেন সাহিত্য আজতকের ষষ্ঠ সংস্করণে। সেখানেই তিনি মানবতা ও সমাজে সাহিত্যের প্রভাব নিয়ে আলোচনা করেন। সাহিত্য ও শিল্পে অবদানের জন্য সাহিত্যিকদের ভূয়সী প্রশংসাও করেন রাষ্ট্রপতি। এদিন অনুষ্ঠানটি হয় দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে।
‘রামচরিতমানসে’র প্রসঙ্গ (President Droupadi Murmu)
সেখানেই বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “কোনও ব্যক্তির কাজ সাহিত্যিক কি না, সেই সিদ্ধান্ত একা সমালোচকদের দ্বারা নেওয়া হয় না। সিদ্ধান্তটি সাধারণ সাহিত্যপ্রেমীদের দ্বারা নেওয়া হয়।” বক্তব্যের স্বপক্ষে রাষ্ট্রপতি তুলসীদাসের ‘রামচরিতমানসে’র প্রসঙ্গের উল্লেখ করেন। বলেন, “কবিতার বার্তাটি সাধারণ মানুষের অনুভূতির সঙ্গে অনুরণিত হয়েছিল।”
সাহিত্যের সীমানা
রাষ্ট্রপতি বলেন, “বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাহিত্য নিরক্ষরতার সীমানা মানে না।” উদাহরণ স্বরূপ তিনি বলেন, “ওড়িশার প্রতিটি বাড়িতে এবং গ্রামে, শিক্ষিত এবং নিরক্ষর লোকেরা গীতার লাইনগুলি উদ্ধৃত করে চলেছে যুগ যুগ ধরে। স্বল্প শিক্ষিত কৃষক এবং শ্রমিকরাও সন্ত কবিরের কবিতার গভীর অর্থ বোঝে এবং তাঁদের কথোপকথনে সেগুলিকে বাগধারা হিসাবে ব্যবহার করেন।” তিনি বলেন, “সর্বশ্রেষ্ঠ সাহিত্য সবাই বুঝতে পারেন। এটিকেই পণ্ডিতরা সাহিত্যের কমিউনিক্যাবিলিটি বলেন।”
সাহিত্যের লুক্কায়িত রত্নভাণ্ডার প্রকাশ্যে আনতে হবে বলেও মনে করেন রাষ্ট্রপতি। বলেন, “সাহিত্যের লুকিয়ে থাকা রত্নগুলোকে সামনে আনতে হবে। সাহিত্য সেবার যে কাজ সাহিত্য পত্রিকাগুলো অনেক কষ্টে করতে পারে, তা প্রযুক্তির মাধ্যমে আপনি অনেক বড় পরিসরে করতে পারবেন। এতে করে আপনি ভারতীয় সমাজ এবং সাহিত্যের অনেক বড় সেবা (Rashtrapati Bhavan) করতে পারবেন।”
রাষ্ট্রপতি বলেন, “সাহিত্য মানবতার শাশ্বত মূল্যবোধকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং সমাজে নতুন জীবন দান করে। জাতির জনক, মহাত্মা গান্ধীর চিন্তাধারা, সরস্বতী চন্দ্র নামে একটি উপন্যাস-সহ অনেক কবি এবং কিছু সাহিত্যকর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল। সাহিত্যের এই ধরনের প্রভাবকে অবশ্যই সম্মান করা উচিত (President Droupadi Murmu)।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours