Draupadi Murmu: দিল্লির সেনা হাসপাতালে হল রাষ্ট্রপতির চোখের অস্ত্রোপচার, কেমন আছেন দ্রৌপদী মুর্মু?

রবিবারই দুপুর ১:৩০ মিনিটে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।
dc4a302a-4685-11ed-8f22-38afe315c627_1665177988662_1665912010718_1665912010718
dc4a302a-4685-11ed-8f22-38afe315c627_1665177988662_1665912010718_1665912010718

মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল দিল্লির সেনা হাসপাতালে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। হঠাৎ কী হল তাঁর, এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরে জানা যায়, গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাঁ চোখের ছানির অস্ত্রোপচার হয়। দিল্লির সেনা হাসপাতালে সকাল সাড়ে ১১টায় এই অস্ত্রোপচার হয়। রাষ্ট্রপতির সফলভাবেই ছানির অস্ত্রোপচার হয় বলে আর্মি হাসপাতাল রিসার্চ অ্যান্ড রেফারেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গিয়েছে যে, গত কয়েক মাস ধরেই ছানির সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে তাঁর (Draupadi Murmu) চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। এই আর্মি হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞদের একটি দল এই অস্ত্রোপচার করেন। ব্রিগেডিয়ার সঞ্জয় কুমার মিশ্রর নেতৃত্বে ও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: শাখার সংখ্যা নিয়ে যেতে হবে লাখে, কার্যকরী মণ্ডলের বৈঠকে পথ খুঁজছেন আরএসএস কর্তারা

গতকাল অপারেশনের কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি ভবনের মুখপাত্রর তরফ থেকে জানানো হয়, অস্ত্রোপচার সফল হয়েছে এবং রবিবারই দুপুর ১:৩০ মিনিটে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) । তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে অবশ্য ডাক্তারদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, অস্ত্রোপচারের পর ভালো আছেন তিনি কিন্তু তাঁকে বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা যায়। পরে ডান চোখেরও অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। বয়স হয়েছে ৬৪ বছর। শপথ নেওয়ার আড়াই মাসের মধ্যেই চোখের অস্ত্রোপচার হল তাঁর।

উল্লেখ্য, গত বছরই কোভিডের সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী সবিতা কোবিন্দের একই অস্ত্রোপচার হয়েছিল। সেই অস্ত্রোপচারও করেছিলেন উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা ব্রিগেডিয়ার সঞ্জয় কুমার মিশ্র। পরবর্তীকালে তৎকালীন রাষ্ট্রপতির থেকে সেই অস্ত্রোপচারের জন্য বিশেষ প্রশংসাপত্রও পেয়েছিলেন ব্রিগেডিয়ার মিশ্র।

তিনি এখন বর্তমানে দিল্লির সেনা হাসপাতালের চোখের বিভাগের প্রধান চিকিৎসক। তাঁর জন্ম উত্তরপ্রদেশের মাও জেলায়। পরে লখনউয়ের বাসিন্দা হন। পুনের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে পড়াশোনা ও পরে দিল্লির এইমস থেকেও রেটিনা অস্ত্রোপচারের ডিগ্রি নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে লখনউয়ের কমান্ড হাসপাতালে রেটিনা বিভাগ চালু করেছিলেন ব্রিগেডিয়ার সঞ্জয় কুমার মিশ্র। ২০১৮ সালে এই হাসপাতালেই তিনি রেটিনা বিভাগ চালু করেছিলেন। কর্মজীবনে একাধিক পুরস্কার পেয়েছেন এই চিকিৎসক সেনা অফিসার। ২০২১-এ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের থেকে চতুর্থ বারের জন্য সেনা মেডেল পেয়েছিলেন তিনি।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles