PM Modi: পুষ্পবৃষ্টিতে ভাসলেন প্রধানমন্ত্রী, অযোধ্যায় বর্ণাঢ্য রোড শো-য়ে হাত নেড়ে অভিবাদন মোদির

Modi Visit Ayodhya: মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু রোড শো, অযোধ্যায় রাম-আবেগে ভাসলেন মোদি
parliament_(53)
parliament_(53)

মাধ্যম নিউজ ডেস্ক: বছরের শেষে জমজমাট রাম নগরী অযোধ্যা। শনিবার সকালে সরযু নদীর ধারে নয়নাভিরাম ধর্মপথে বর্ণাঢ্য রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুষ্পবৃষ্টিতে তাঁকে অভ্যর্থনা জানাল জনতা। এদিন সকাল পৌনে ১১টা নাগাদ প্রধানমন্ত্রী রোড শো শুরু করেন। বিরাট আয়োজন করা হয় এই কর্মসূচিকে ঘিরে। মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হয় রোড শো। ফুলে ফুলে সাজিয়ে তোলা হয় অযোধ্যার ধর্ম পথ। 

পুষ্পবৃষ্টি জনতার

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো ঘিরে অযোধ্যায় মানুষের উন্মাদনা ছিল রীতিমতো চোখে পড়ার মতো। রাস্তার মাঝখান দিয়ে এগোচ্ছে মোদির কনভয়। গাড়ি থেকেই হাত নাড়িয়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁর দিকে গোলাপের পাপড়ি ছুড়ে দেওয়া হচ্ছে। বিমানবন্দর থেকে শুরু করে হনুমানগড়ি সহ অযোধ্যার গোটা যাত্রাপথে উপচে পড়ে ভিড়। রাস্তার ধারে ধারে ছোট ছোট মঞ্চ তৈরি করে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। কেউ জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, কেউ আবার ডুগডুগি বাজাচ্ছেন। আদিবাসী নৃত্যশিল্পীদেরও দেখা যায় অযোধ্যার রাস্তায়। 

নয়া ট্রেনের উদ্বোধন

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। এদিন ছিল তার ট্রেলার। ইতিমধ্যেই রামতীর্থ অযোধ্যাকে ঢেলে সাজানো হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী মোদিকে অযোধ্যাতে স্বাগত জানাতে গোটা শহর ফুল ও পোস্টারে সেজে উঠেছে। বিরাট রোড শো শেষ করে নবনির্মিত অযোধ্যা রেল স্টেশনের উদ্বোধন করেন মোদি। সেইসঙ্গে সেখান থেকেই ৬টি বন্দে ভারত ও দু'টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। শনিবার যে দু'টি অমৃত ভারত ট্রেন উদ্বোধন হয়েছে তার মধ্যে একটি পেল বাংলা। মালদহ থেকে ছাড়বে ট্রেনটি। মালদহ থেকে ট্রেনটি অযোধ্যা ছুঁয়ে বেঙ্গালুরুর স্যার এম বিশ্বেশ্বরায় টার্মিনাস পর্যন্ত চলবে। অন্য অমৃত ভারত ট্রেনটি দ্বারভাঙা থেকে অযোধ্যা হয়ে আনন্দ বিহার পর্যন্ত যাবে। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles