PM Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাকিরা কে কোন দফতর পেলেন?

Cabinet Ministers: মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রক বণ্টন, কারা, কী দায়িত্ব পেলেন?...
modi_f
modi_f

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার, ৯ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির নরেন্দ্র মোদি (PM Modi)। শপথ নেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই নয়া মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রক ভাগ করে দিলেন প্রধানমন্ত্রী। সোমবার বসেছিল মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেখানেই ভাগ করে দেওয়া হয় দায়িত্ব।

পূর্ণমন্ত্রী (PM Modi)

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তাঁর হাতে থাকছে কর্মীবর্গ, জনসাধারণের অভিযোগ, অবসরকালীন ভাতা, পারমাণবিক শক্তি এবং মহাকাশ মন্ত্রক।

প্রতিরক্ষা মন্ত্রক – রাজনাথ সিং

স্বরাষ্ট্রমন্ত্রক – অমিত শাহ

অর্থমন্ত্রক – নির্মলা সীতারামণ

সড়ক পরিবহণ মন্ত্রক – নীতিন গডকরি

বিদেশমন্ত্রক – এস জয়শঙ্কর

কৃষিমন্ত্রক – শিবরাজ সিং চৌহান

ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রক – জিতন রাম মাঝি

নগরোন্নয়ন ও বিদ্যুৎ - মনোহর লাল খট্টর

স্বাস্থ্যমন্ত্রক – জেপি নাড্ডা

মহিলা ও শিশুকল্যাণমন্ত্রক – অন্নপূর্ণা দেবী

বন্দর, জাহাজ (PM Modi) ও জল পরিবহণমন্ত্রক – সর্বানন্দ সোনোয়াল

শিক্ষামন্ত্রক – ধর্মেন্দ্র প্রধান

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক – রামমোহন নাইডু

রেল ও তথ্য এবং প্রযুক্তি মন্ত্রক – অশ্বিনী বৈষ্ণব

টেলিকম ও উত্তরপূর্ব ভারত উন্নয়ন মন্ত্রক – জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

বাণিজ্যমন্ত্রক – পীযূষ গোয়েল।

ভারী শিল্প ও ইস্পাতমন্ত্রক – এইচ ডি কুমারস্বামী

পঞ্চায়েত, মৎস্য ও পশু প্রতিপালন এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ মন্ত্রক – লালন সিং

সামাজিক ন্যায়মন্ত্রক – বীরেন্দ্র কুমার

ক্রেতা সুরক্ষামন্ত্রক – প্রহ্লাদ জোশী

আদিবাসী বিষয়ক মন্ত্রক – জুয়েল ওঁরাও

বস্ত্রমন্ত্রক - গিরিরাজ সিং

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন – ভূপেন্দ্র যাদব

সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক – গজেন্দ্র সিং শেখাওয়াত

সংখ্যালঘু বিষয়ক ও সংসদীয় বিষয়ক মন্ত্রক – কিরেন রিজিজু

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রক – হরদীপ সিং পুরী

শ্রম ও যুবকল্যাণ এবং ক্রীড়ামন্ত্রক – মনসুখ মাণ্ডব্য

খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক – চিরাগ পাশোয়ান

কয়লা ও খনিমন্ত্রক – জি কিষান রেড্ডি

জলশক্তিমন্ত্রক – সিআর পাটিল

রাষ্ট্রমন্ত্রীর তালিকা

জাহাজ রাষ্ট্রমন্ত্রী – শান্তনু ঠাকুর

বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী – শ্রীপদ নায়েক

সড়ক পরিবহণ রাষ্ট্রমন্ত্রী – অজয় টামটা, হর্ষ মালহোত্রা

ক্ষুদ্র ও মাঝারি শিল্প রাষ্ট্রমন্ত্রী – শোভা করন্দলাজে

শিক্ষা ও উত্তর ভারত উন্নয়নমন্ত্রক রাষ্ট্রমন্ত্রী – সুকান্ত মজুমদার

বাণিজ্য ও শিল্প এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী – জিতিন প্রসাদ

অর্থ রাষ্ট্রমন্ত্রী – পঙ্কজ চৌধুরী

কো-অপারেশন রাষ্ট্রমন্ত্রী – কৃষ্ণণ পাল

সামাজিক ন্যায় ও উন্নয়ন – রামদাস আঠাওয়ালে

কৃষি রাষ্ট্রমন্ত্রী – রামনাথ ঠাকুর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী – নিত্যানন্দ রাই

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, রাসায়নিক ও সার – অনুপ্রিয়া প্যাটেল

জলশক্তি ও রেল রাষ্ট্রমন্ত্রী – ভি সোমান্না

গ্রামোন্নয়ন ও যোগাযোগ রাষ্ট্রমন্ত্রী – চন্দ্রশেখর পেম্মাসানি

মৎস্য, পশু প্রতিপালন, দুগ্ধ প্রক্রিয়াকরণ ও পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী – এসপি সিং বাঘেল

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও বিদেশ রাষ্ট্রমন্ত্রী –কীর্তি বর্ধন সিং

ক্রেতাসুরক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণ, সামাজিক ন্যায় ও উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী বিএল বর্মা

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, পর্যটন রাষ্ট্রমন্ত্রী – সুরেশ গোপী

তথ্য ও সম্প্রচার, সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী – এল মুরুগণ

স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী – বন্দি সঞ্জয় কুমার

গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী – কমলেশ পাশওয়ান

কৃষি রাষ্ট্রমন্ত্রী – ভগীরথ চৌধুরী

কয়লা ও খনি রাষ্ট্রমন্ত্রী – সতীশ চন্দ্র দুবে

প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী – সঞ্জয় শেঠ

খাদ্য প্রক্রিয়াকরণ ও রেল রাষ্ট্রমন্ত্রী –রভনীত সিং বিটু

আদিবাসী বিষয়ক রাষ্ট্রমন্ত্রী – দুর্গাদাস

যুবকল্যাণ ও ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী – রক্ষা নিখিল খাদসে

মহিলা ও শিশুকল্যাণ রাষ্ট্রমন্ত্রী – সাবিত্রী ঠাকুর

আবাসন ও নগরোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী – তোখান সাহু

জলশক্তি রাষ্ট্রমন্ত্রী – রাজভূষণ চৌধুরী

ভারী শিল্প ও ইস্পাত রাষ্ট্রমন্ত্রী – ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা

ক্রেতা সুরক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণ রাষ্ট্রমন্ত্রী – নিম্বুবেন জয়ন্তিভাই বোম্ভানিয়া

কো-অপারেশন ও অসামরিক বিমান পরিবহণ রাষ্ট্রমন্ত্রী – মুরলিধর মোহল

সংখ্যালঘু বিষয়ক, মৎস্য ও পশু প্রতিপালন এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ রাষ্ট্রমন্ত্রী – জর্জ কুরিয়েন

বিদেশ, বস্ত্র রাষ্ট্রমন্ত্রী – পবিত্র মার্ঘেরিটা

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী

পরিসংখ্যান ও পরিকল্পনা বাস্তবায়ন ও সংস্কৃতিমন্ত্রক – রাও ইন্দরজিৎ সিং

বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রক –জিতেন্দ্র সিং

আইনমন্ত্রক – অর্জুন রাম মেঘওয়াল

আয়ূষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক – যাদব প্রতাপ রাও

দক্ষতা উন্নয়ন (PM Modi) ও উদ্যোগমন্ত্রক – জয়ন্ত চৌধুরী

আর পড়ুন: অফিসে গিয়ে প্রথমেই কিষান নিধি প্রকল্পের কিস্তির ফাইলে সই করলেন প্রধানমন্ত্রী

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles