মাধ্যম নিউজ ডেস্ক: চলন্ত পাতালকোট এক্সপ্রেসে (Fire in Train) আগুন। দাউ দাউ করে জ্বলছে কামরা। চরম আতঙ্কের মধ্যে পড়লেন যাত্রীর। যখন আগুন লাগে তখন ট্রেনটি আগ্রা থেকে ঢোলপুরের দিকে যাচ্ছিল। কিন্তু মালপুরা স্টেশনের কাছেই এই বিপত্তি দেখা যায়। যদিও হতাহতের কোনও খবর নেই। ট্রেনের মধ্যে প্রথমে ধোঁয়া দেখা যায়, এরপর ইঞ্জিনের পরের চার নম্বর কামরা থেকে আগুন লাগার কথা জানা যায়। ঘটনায় তীব্র চাঞ্চাল্য তৈরি হয় যাত্রীদের মধ্যে।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা (Fire in Train)?
ভারতীয় রেল সূত্রে জানা গেছে, পঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের সিওনি পর্যন্ত যাত্রাপথ ছিল পাতালকোট এক্সপ্রেসের (১৪৬২৪)। হঠাৎ ট্রেনের (Fire in Train) মধ্যে আগুন লেগে যায়। ইঞ্জিনের পরে ৪ নম্বর জিএস কামরার মধ্যে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে থামিয়ে, আগুন লেগে যাওয়া কামরাকে দ্রুত আলাদা করে দেওয়া হয়। বড় বিপদের সম্ভাবন থাকলেও সঠিক সিদ্ধন্তের কারণে দুর্ঘটনা থেকে যাত্রীরা প্রাণে রক্ষা পেলেন।
#UPDATE | Smoke was reported on the train Patalkot Express between Agra- Dholpur. The smoke was noticed in the GS coach, 4th coach from the engine. The train was immediately stopped and Coach detached. No injuries to any person: Indian Railways pic.twitter.com/SgAwZ7t7RF
— ANI (@ANI) October 25, 2023
রেল সূত্রে বক্তব্য
রেলের (Fire in Train) আগ্রা ডিভিশনের পিআর প্রশস্তি শ্রীবাস্তব জানিয়েছেন, “হতাহতের কোনও খবর নেই। ঘটনাটি ঘটেছে ৩ টে ৪৫ মিনিটে। কামরায় আগুন লাগলে, দ্রুত যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। তবে আগুনের কারণের বিষয়ে খোঁজখবর করা হচ্ছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
14624 Firozpur-seoni patalkot express ke GENRAL Coach me lagi aag pic.twitter.com/OCXoXWKHFE
— suyash sharma (@suyash72210305) October 25, 2023
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেন (Fire in Train) থামিয়ে দেওয়ার কথা বলা হয়। এরপর দ্রুত আগুন লাগার কামরা থেকে, বাকি বগিগুলিকে আলাদা করে দেওয়া হয়। কিন্তু আগুনের লেলিহান শিখার দাপট এতটাই ছিল যে আগুন দ্রুত এক কামরা থেকে আরেক কামরায় ছড়িয়ে পড়েছিল। ট্রেনের যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করে দিয়েছিলেন। আগুন লাগা দুটি কামরাকে ট্রেনের বাকি কামরা গুলি থেকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে, আগুন নেভানোর জন্য কাজ শুরু করা হয়।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours