মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে পরে বাংলায় শাসকদলের সন্ত্রাসের হাত থেকে রেহাই পাননি মহিলারাও। বারবার এমনই অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ, ভোটপর্ব মিটে যাওয়ার পর এখনও অনেক জেলায় দলীয় সমর্থকদের উপর তৃণমূল অত্যাচার চালাচ্ছে। বিজয়ী এবং পরাজিত মহিলা প্রার্থীদের নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে। পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের শিকার মহিলাদের তাই এবার নিরাপদ আশ্রয়ে নিয়ে গেল বিজেপি পরিষদীয় দল।
নিরাপদ আশ্রয়ের খোঁজে
বুধবার বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন পাঁচ জন ঘরছাড়া বিজেপি মহিলা প্রার্থী এবং কর্মী। সেখানেই তাঁরা বিজেপি পরিষদীয় দলের সদস্যদের জানান, তাঁদের অভিজ্ঞতার কথা। আমতা-২ ব্লকে বিজেপির হয়ে গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করা ২ জন প্রার্থী জানান তাঁদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাঁদের কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। এই পাঁচ জনের দলে ছিলেন পাঁচলায় আক্রান্ত মহিলাও। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আক্রান্ত বিজেপি কর্মীর কথায়, পঞ্চায়েত ভোটের দিন শাসকদলের ছাপ্পা আটকাতে গিয়ে তাঁকে নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি এবং তাঁর পরিবার বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন। ঘটনাচক্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি আক্রান্তদের। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, ওই পাঁচ জন বিজেপির মহিলা কর্মীকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যথা সময় তাঁদের আইনি প্রয়োজনে আদালতে পেশ করা হবে।
আরও পড়ুুন: মালদার ২ মহিলাকে নির্যাতন! রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের
ভোট সন্ত্রাসে সন্ত্রস্ত মহিলারাও
সম্প্রতি রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস প্রত্যক্ষ করে গিয়েছে মহিলা সাংসদদের নিয়ে গঠিত বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপির ওই মহিলা সাংসদরা হিংসাদীর্ণ এলাকাগুলি ঘুরে দেখেছেন, কথা বলেছিলেন ভুক্তভোগী মহিলাকর্মী এবং জয়ী ও পরাজিত প্রার্থীদের সঙ্গেও। ফিরে গিয়ে তাঁরা দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে রাজ্যের হিংসা পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করেছেন। ভোটের দিন বাংলাতে মহিলাদের উপর মধ্যযুগীয় বর্বরতার ছবি তুলে ধরেছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। বিজেপির মহিলা প্রার্থীকে বিবস্ত্র করে গ্রাম ঘোরানোর অভিযোগ করেন তিনি। হাওড়ায় বুথে বিজেপি প্রার্থীর উপর নির্যাতনের অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে লকেট বলেছিলেন, 'যেখানে মহিলাদের সুরক্ষা দেওয়ার কথা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর, সেখানে মহিলাদের অত্যাচার, শিশু পাচারে এগিয়ে বাংলা। বিজেপির লোকেরা মার খাচ্ছেন, এফআইআর করা যায় না, অনেক কষ্টে অনলাইলে অভিযোগ দায়ের করতে হয়। '
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours