মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্টের নির্দেশ ছিল স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এছাড়া কয়েক মাস আগে সিভিক পুলিশকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোনও কাজেও লাগানো যাবে না বলে নির্দেশ দেয় উচ্চ আদালত। তবে হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কেতুগ্রামের বেরুগ্রাম পঞ্চায়েতের (Panchayat Vote) ২২ নম্বর বুথে ২ জন সিভিক দিয়ে ভোট করানোর অভিযোগ। নেই কোনও কেন্দ্রীয় বাহিনী, নেই রাজ্য পুলিশের কোনও কর্মী। বিরোধীদের অভিযোগ, এখানে তাদের এজেন্টও বসতে দেয়নি শাসক দল। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে শুধুমাত্র পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট হচ্ছে। তাহলে এক্ষেত্রেই বা নিয়ম কেন আলাদা হবে, এনিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
জেলায় জেলায় স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ
বালুরঘাট থানা এলাকার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর হালদার পাড়ার ৬৯ এবং ৭০ নম্বর বুথে উত্তেজনার খবর পাওয়া গিয়েছে। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিজেপির কর্মী-সমর্থকরা এখানে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে এসে পৌঁছান বালুরঘাট থানার আইসি সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বালুঘাট থানার আইসির সঙ্গে ধাক্কাধাক্কি হয় বিজেপি কর্মীদের-সমর্থকদের। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মোহাম্মদপুর ২ নম্বর অঞ্চলের তারাচাদ বাড়ে ৬৭, ৬৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী।
শুক্রবার রাতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে অবস্থান বিজেপির
হাইকোর্টের নির্দেশ মতো পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote) প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় রাত ১০ টা পর্যন্ত অপেক্ষা করে কেন্দ্রীয় বাহিনীর দেখা না পাওয়ায় আন্দোলনে নামে বিজেপি নেতৃত্ব। হাইকোর্টের নির্দেশ মতো প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে এদিন রাতে বিজেপি নেতৃত্ব তাদের দলীয় প্রার্থীদের নিয়ে এনজেপি থানায় অবস্থান বিক্ষোভ শুরু করেছে। বিজেপি প্রার্থীদের বক্তব্য, গত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তাদের রাজ্য পুলিশকে ব্যবহার করে দেদার ভোট লুট ও গণনায় কারচুপি করে বিজেপিকে জিততে দেয়নি। এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না করালে তৃণমূল তাদের মর্জি মতো ভোট লুট করে নিজেদের জয় নিশ্চিত করবে। এই দাবিতে বিজেপির জেলা নেতৃত্ব দলীয় প্রার্থী ও কর্মীদের নিয়ে এনজেপি থানায় ধর্নায় বসে।
শুক্রবার রাতে ডোমকলেও বিক্ষোভ বিজেপির
অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ডোমকলে পুলিশ ক্যাম্পের সামনে শুক্রবার রাতে ধর্নায় বসে বিজেপি নেতৃত্ব। শনিবার সকালেও হাতিনগরে বিজেপি কর্মী-সমর্থকরা ধর্নায় বসে। তাদের দাবি ডোমকলে কেন্দ্র বাহিনী থাকা সত্ত্বেও তাদের কোনও রকম ডিউটিতে পাঠানো হচ্ছে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours