Oscar: সত্যজিৎ-সুস্মিতের পর ফের এক বাঙালি! অস্কারে মনোনীত বঙ্গ সন্তান শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’

Oscar: ১৯৯২ সালের ৬৪তম অস্কারে অ্যাওয়ার্ড পেয়েছিলেন বাংলার সত্যজিৎ রায়। সেটিই বাংলা এবং ভারতের একটি মাত্র অস্কার পুরস্কার।
all_that_breathes
all_that_breathes

মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল। অস্কারে সেরা ফিচার তথ্যচিত্রের বিভাগে মনোনয়ন পেয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে শৌনক জানিয়েছেন, এত ভাল লাগছে যে বলার নয়। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা৷ সেই তালিকায় অরিজিনাল সং বিভাগে যেমন জায়গা করে নিয়েছে আরআরআর ছবিটির নাটু নাটু গানটি, তেমনই আরও দুটি ভারতীয় তথ্যচিত্রও স্থান পেয়েছে এবছরের অস্কারের মনোনয়ন তালিকায়৷ ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগের জন্য মনোনীত হয়েছে কার্তিকি গনসালভেসের 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' ও ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস' ৷ শৌনকের এই সৃষ্টি ভারতীয় সিনেমায় সত্যি গর্বের বিষয়।

সত্যজিৎ-সুস্মিতের পর অস্কার সফরে বাঙালি ছেলে

১৯৯২ সালের ৬৪তম অস্কার অ্যাওয়ার্ডে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন বাংলার সত্যজিৎ রায়। সেটিই বাংলা এবং ভারতের একটি মাত্র অস্কার পুরস্কার। তারপর ৩১ বছর কেটে গিয়েছে, ভারতে অস্কার আসেনি মনোনয়নের যাওয়ার পরও। ২০২১ সালে বঙ্গ সন্তান সুস্মিত ঘোষের তৈরি তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’ সেরা তথ্যচিত্রের লড়াইয়ে মনোনীত হয়েছিল। তবে শেষ বিচারে সেটি বিবেচিত হয়নি পুরস্কারের জন্য। ফলে বাংলা থেকেও কোনও বাঙালি অস্কার জেতেননি। তবে এবার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, এবার অস্কারের তথ্যচিত্র বিভাগে জায়গা পেয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদস’।

তথ্যচিত্র মনোনীত হওয়ায় কী বললেন শৌনক?

সংবাদমাধ্যমে শৌনক বলেছেন, “এত ভাল লাগছে...! এত ভাল লাগছে...! যে বলার নয়! এটা একটা অসামান্য অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা মুশকিল। অন্যরকম খুশির মুহূর্ত। আমি, আমার দল সবাই ভীষণ ভীষণ খুশি।” এরপর তিনি তাঁর টিমকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ দিলেন অ্যাকাডেমি কর্তৃপক্ষকে, তাঁর ছবিকে মনোনীত করার জন্য।

একাধিক পুরস্কারে সম্মানিত শৌনকের এই তথ্যচিত্র

এর আগে কান, বাফটা'র মত মঞ্চেও প্রশংসিত হয়েছে শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস' (All that Breathes)৷ গত বছর কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছিল এই তথ্যচিত্রটি৷ সানডান্স ফিল্ম ফেস্টিভালেও পুরস্কৃত হয়েছে এই তথ্যচিত্র৷ আবার একমাত্র ভারতীয় ছবি হিসেবে ২০২২ সালের ‘ল’ওয়েল ডি‘অর’ পুরস্কারেও ভূষিত হয়েছে শৌনকের তৈরি তথ্যচিত্র। সেই সাফল্যের ধারা বজায় রেখেই এবার অস্কারের দৌড়েও নাম লেখাল বাঙালি তরুণের এই ডকুমেন্টারি৷ এবারে যদি হলিউডের ডলবি থিয়েটরে বাঙালি শৌনকের হাতে অস্কার ওঠে, তবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হবে৷ আর বাঙালি হিসেবেও এক অনন্য নজির গড়বেন এই তরুণ৷ সত্যজিৎ রায়ের পর তিনিই হবেন সেই বঙ্গ সন্তান, যাঁর হাতে অস্কার উঠবে।

‘অল দ্যাট ব্রিদস’-এর গল্প

দুই ভাইয়ের গল্প বলে এই ছবি। সেই দুই ভাইয়ের নাম নাদিম এবং সউদ, যাঁরা পাখিদের চিকিৎসা করেন। আহত পাখি, বিশেষত কালো চিল উদ্ধার করে শুশ্রূষা করেন তাঁরা। পরিবেশে মিশে থাকা বিষ এবং সামাজিক অবক্ষয়ের কথা বলে এই তথ্যচিত্র।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles