Operation Dost: অপারেশন দোস্ত শেষ! দেশে ফিরল এনডিআরএফের বাকি দলটিও

বিপর্যয়ের ২৪ ঘন্টার মধ্যে ভারত এনডিআরএফ-এর দল পাঠিয়ে তুরস্কে অপারেশন দোস্ত শুরু করে
dog_squad
dog_squad

মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১০ দিন উদ্ধারকাজ (Operation Dost) চালানোর পর তুরস্ক থেকে গতকালই দেশে ফিরল এনডিআরএফ-এর শেষ দলটি। প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি ভোররাতে ৭.৮ মাত্রার তীব্র ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্ক আর সিরিয়ায় বিস্তীর্ণ অঞ্চল। বিপর্যয়ের ২৪ ঘন্টার মধ্যে ভারত এনডিআরএফ-এর দল পাঠিয়ে তুরস্কে অপারেশন দোস্ত শুরু করে। জানা গেছে, তুরস্ক আর সিরিয়ার ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রায় ৪১ হাজারের বেশি মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। গত শুক্রবার এনডিআরএফ-এর সঙ্গে ডগ স্কোয়াডের সদস্য রেমবো এবং হানিও দেশে ফিরেছে। অপারেশন দোস্তকে (Operation Dost)  সফল করার জন্য এনডিআরএফ-এর অধিকর্তারা ভারতে ফিরে আসা এনডিআরএফ জওয়ানদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।

তুরস্কে এনডিআরএফ-এর উল্লেখযোগ্য কাজ (Operation Dost) 

তুরস্কের মাটিতে এনডিআরএফ-এর জওয়ানরা অত্যন্ত সাহসিকতার সঙ্গেই কাজ চালিয়ে গেছেন বিগত ১০ দিন ধরে। কিছুদিন আগেই দেখা গিয়েছিল তারা ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করেছেন জীবন্ত ছয় বছরের এক শিশু কন্যাকে। যা নিয়ে ট্যুইট করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিদেশমন্ত্রী।  উদ্ধারকার্যে ১০১ সদস্যের এই দলে সারমেয়গুলিও বড় ভূমিকা নিয়েছিল। এগুলির নাম জুলি, রোমিও, হানি এবং রেমবো। জানা গেছে, কুকুরগুলির ল্যাব্রাডর প্রজাতির। এরা গন্ধ শুঁকে পৌঁছে যেতে পারে নির্দিষ্ট স্থানে। ধ্বংসস্তূপের কোথায় মৃতদেহ চাপা পড়ে রয়েছে তা দ্রুত শনাক্ত করতে পারে। মেক্সিকোতে যখন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তখনও উদ্ধারকাজে বিশেষ ভূমিকা নিয়েছিল এই কুকুরগুলি।


ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমানে এনডিআরএফ কর্মীরা ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যেখানে ছিল অত্যাবশ্যকীয় সরঞ্জাম, চিকিৎসা সরবরাহ, ড্রিলিং মেশিন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস। পাশাপাশি ছিল বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াড।

এনডিআরএফ-এর সংক্ষিপ্ত পরিচয়

এনডিআরএফ-এর কাজ হল যেকোনও দুর্যোগে তাৎক্ষণিক সহায়তা প্রদান। NDRF বারটি ব্যাটালিয়ন নিয়ে গঠিত।  প্রতিটি ব্যাটেলিয়ানে মোট কর্মীর সংখ্যা ১১৪৯ জন। যখনই দেশ বা বিদেশে ভূমিকম্প, বন্যা, ভূমিধস, ঝড়, বড় আকারের অগ্নিকাণ্ড, বোমা বিস্ফোরণ ইত্যাদি দুর্যোগ ঘটে তখনই ঝাঁপিয়ে পড়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles