Election Result 2024: গণনার দিনেই উত্তরবঙ্গের জলপাইগুড়িসহ একাধিক জেলায় বৃষ্টি, দুর্ভোগ

North Bengal: উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট, তালিকায় রয়েছে কোন কোন জেলা?
Election_Result_2024
Election_Result_2024

মাধ্যম নিউজ ডেস্ক: ভোট (Election Result 2024) গণনার সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সোমবার সন্ধ্যার পর থেকে আকাশের মুখ ভার ছিল। রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। বিশেষ করে জলপাইগুড়িতে বৃষ্টি চলছে। তারই মধ্যে গণনা কেন্দ্রে ভিড় করেন বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা। ছাতা মাথায় কাউন্টিং সেন্টারে আসেন প্রার্থীরাও। মঙ্গলবার ছাতা মাথায় জলপাইগুড়ির গণনা কেন্দ্রে এজেন্ট থেকে শুরু করে পুলিশ কর্মী এবং ভোটকর্মীরা প্রবেশ করতে শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছাতা নিয়ে অস্থায়ী দলীয় ক্যাম্পে রয়েছে।  

কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা! (Election Result 2024)

ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা, সেই সুবাদে সোমবার রাত থেকেই জলপাইগুড়িতে চলছে বৃষ্টি। মঙ্গলবার গণনার দিনেও সকাল থেকেই আকাশের মুখ ভার, চলছে অবিরাম বৃষ্টি। ফলে, ভোট (Election Result 2024) উৎসবের শেষ পর্বে এসে বেকায়দায় সবাই। একটু হলেও সমস্যা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সকাল থেকেই ছাতা হাতে স্ট্রংরুমে প্রবেশ করবার জন্য দাঁড়িয়ে ছিলেন। এরফলে জলপাইগুড়িতে ভোট গণনা শুরু হতে দেরি হয়। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকেই দমকা ঝোড়ো হাওয়া বইছে কিছু জেলায়। এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। দুপুরের দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে কয়েকটি জেলায়। গরমের মধ্যে এই বৃষ্টিতে কিছুটা স্বস্তিও পেয়েছেন সকলে। বুধবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। এদিন সকালে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হয়। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৩০ থেকে ৪০ কিলোমিটার। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ভোট কর্মীদের বক্তব্য, এদিন বৃষ্টির কারণে চরম নাকাল হতে হয়। সকাল থেকেই বৃষ্টি হওয়ায় আমাদের মতো ভোট কর্মীদের গণনাকেন্দ্রে আসতে সমস্যা হয়েছে।

আরও পড়ুন: গণনার আগে বারাকপুরে গণনাকেন্দ্রে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি, ভাঙড়ে বোমা বিস্ফোরণ

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles