মাধ্যম নিউজ ডেস্ক: মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (Women's World Boxing Championships) আসরে ভারতীয় বক্সারদের দাপট। চারটে রুপো নিশ্চিত করলেন চার বক্সার। ফাইনালে পৌঁছে গিয়েছেন চার বক্সার নীতু ঘনঘাস (Nitu Ghanghas), নিখাত জারিন (Nikhat Zareen), লভলিনা বরগোহাইঁ (Lovlina Borgohain) ও স্বাতী বোড়া।
ম্যাচের বিবরণ
ভারতের সামনে চার চারটি সোনা জয়ের হাতছানি। এদিন ভারতীয় বক্সারদের (Women's World Boxing Championships) মধ্যে সর্বপ্রথম মাঠে নামেন নীতু। ৪৮ কেজি বিভাগে কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হয়েছিলেন নীতু। গতবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আলুয়ার বিরুদ্ধে নীতুকে হারতে হয়েছিল। তবে এ বার মধুর প্রতিশোধ নিলেন নীতু। ৫-২ স্প্লিট ডিসিশনে ম্যাচ জিতে নেন নীতু। ৫০ কেজি বিভাগে ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী ইনগ্রিট ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিলেন গত বারের চ্যাম্পিয়ন নিখাত। কলম্বিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখেন নিখাত। সেমিফাইনালে ৫-০ ব্যবধানে ভ্যালেন্সিয়াকে হারান জারিন।
আরও পড়ুন: ব্যাটে-বলে ভারতকে টেক্কা! ২১ রানে তৃতীয় একদিনের ম্যাচ জিতে ২-১-এ সিরিজ জয় অস্ট্রেলিয়ার
দাপট অব্যাহত লভলিনার
৭৫ কেজি বিভাগে ফাইনালে পৌঁছেছেন অলিম্পিক্সে পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাইঁ। তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে ভারত। দুই বারের অলিম্পিক পদকজয়ী, চিনের লি কিয়ানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে নিজের জায়গা পাকা করেন লভলিনা। প্রথম রাউন্ডে দুই তারকাই একে অপরকে কড়া টক্কর দেন। ৩-২ প্রথম রাউন্ড জিতে নেন লভলিনা। স্প্লিট ডিসিশনে শেষমেশ টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী কিয়ানকে হারান অসমের লভলিনা। দিনের শেষ ম্য়াচে ৮১ কেজি বিভাগে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ এম্মা গ্রিনট্রিকে হারান স্বাতী। ৪-৩ ব্যবধানে জেতেন ভারতীয় বক্সার। চার কন্যা ফাইনালে উঠে রুপো জয় নিশ্চিত করলেও ভারতীয় সমর্থকদের আশা, শনি ও রবিবার ফাইনালের আসরে তাঁরা যেন সোনার মেয়ে হয়েই দেশে ফেরেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours