Neymar: পেলের আরও কাছে নেইমার! দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল

দেশের হয়ে খেলতে নেমে নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র করলেন জোড়া গোল। আর ৪টি গোল করলেই পেলেকে টপকে গিয়ে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করে ফেলবেন নেইমার।
Neyma
Neyma

মাধ্যম নিউজ ডেস্ক: সামনে শুধুই কিংবদন্তী পেলে (Pele)। ফুটবল সম্রাটের রেকর্ড ভাঙতে দরকার আর মাত্র ৪টি গোল। পেলের দখলে ৭৭টি গোল। দেশের হয়ে ১১৮টি ম্যাচে ৭৩টি গোল করে ফেললেন নেইমার (Neymar)। শুক্রবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল (Brazil)। দেশের হয়ে খেলতে নেমে নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র করলেন জোড়া গোল। আর ৪টি গোল করলেই পেলেকে টপকে গিয়ে ব্রাজিলের জার্সিতে সর্বকালের র্সর্বোচ্চ গোলদাতা হবেন নেইমার। 

দক্ষিণ কোরিয়ার (South Korea) রাজধানী সিওলে আয়োজিত এই ম্যাচে তিতের প্রশিক্ষণাধীন ব্রাজিলের বিরুদ্ধে প্রতি-আক্রমণের রণনীতি নিয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু প্রথম মিনিট থেকেই একের পর এক আক্রমণ শানিয়ে কোরীয়দের আক্রমণে আসার রাস্তা বন্ধ করে দেন ম্যাচের নায়ক নেইমার, ফিলিপে কুতিনহোরা।

আরও পড়ুন: ধোনির নামে এফআইআর! কী দোষ ক্যাপ্টেন কুলের

সাত মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন রিচার্লিসন। কিন্তু এই গোলের পরে আক্রমণের বদলে সাময়িক ভাবে অতিরিক্ত রক্ষণাত্মক খেলতে শুরু করেছিলেন থিয়াগো সিলভারা। সেই সুযোগেই পাল্টা প্রতি-আক্রমণ শানিয়ে ১-১ করে ফেলে দক্ষিণ কোরিয়া। ডান পায়ের জোরাল শটে তাদের হয়ে সমতা ফেরান হুয়াং উই-জো।

এই গোল খেয়েই জেগে ওঠে ব্রাজিল। দুই প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকেন রাফিনহা, দানি আলভেস, লুকাস পাকুয়েতারা। যার ফলে চাপ বাড়তে থাকে দক্ষিণ কোরিয়া রক্ষণে। ৪২ মিনিটে পেনাল্টি থেকে ২-১ করেন নেইমার। ৫৭ মিনিটে ফের সান্দ্রোকে কোরিয়া বক্সে ফাউল করা হলে রেফারি ফের পেনাল্টি দেন। এবার কোরিয়ার গোলকিরক্ষককে বিভ্রান্ত করে গোল করেন নেইমার। এই পেনাল্টি নেওয়ার সময়ে প্রথমে বাঁ দিকে সরে দিয়েছিলেন নেইমার। কিন্তু চোখ রেখেছিলেন বিপক্ষ গোলকিপারের উপর। তার পরে মাটিতে গড়ানো শটে গোলকিপারকে দাঁড় করিয়ে ৩-১ করেন তিনি। অথচ ম্যাচের আগের দিন অনুশীলনের সময় ডান পায়ে চোট পাওয়ায় নেইমারের খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত মাঠে নেমে তারকা দ্যুতি ছড়িয়েছেন তিনি। ম্যাচে নেইমার ছাড়াও গোল করেছেন রিচার্লিসন, ফিলিপ কুতিনহো এবং গাব্রিয়েল জেসুস।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles