মাধ্যম নিউজ ডেস্ক: নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে সক্রিয় আইসিসি। ক্রিকেট ম্যাচে সময় নষ্ট করা আটকাতে নতুন পদক্ষেপ হিসেবে সাদা বলের ক্রিকেটে স্টপ-ক্লক (Stop-Clock) চালু করতে চলেছে আইসিসি (ICC)। ২০২৩-এর ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত পরীক্ষামূলকভাবে স্টপ-ক্লক ব্যবহার করা হবে। এক ওভার শেষ হওয়ার পর পরের ওভার শুরু করতে ফিল্ডিং টিম অতিরিক্ত সময় নিয়ে ফেলছে কি না, সেটাই মেপে দেখা হবে স্টপ-ক্লকে।
স্টপ ওয়াচ-এর ব্যবহার
সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও একাধিক দলকে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেতে হয়েছে। এই সমস্যা সমাধানে নতুন নিয়ম আনতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একটি দল নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ করতে ঠিক কত সময় নিচ্ছে, তা নিশ্চিত করতে স্টপ ওয়াচ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হবে স্টপ ওয়াচ। বিশ্বকাপ ফাইনালের আগে আমদাবাদে হওয়া আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচে এই পদ্ধতির পরীক্ষামূলক ব্যবহার করা হবে।
আরও পড়ুন: ঘরের মাঠে অপরাজেয় তকমা হাতছাড়া! কাতারের বিরুদ্ধে ৩-০ গোলে হার ভারতের
নয়া নিয়মে জরিমানা
নতুন নিয়মে বলা হয়েছে, প্রতিটি ওভার শেষ হওয়ার ১ মিনিটের মধ্যে পরের ওভার করার জন্য প্রস্তুত হতে হবে দলগুলিকে। নিয়ম না মানলে থাকছে জরিমানা। নতুন ওভার শুরু করতে ১ মিনিটের বেশি দেরি ফিল্ডিং টিম যদি তিনবার করে ফেলে, তাহলে তাদের পাঁচ রান জরিমানা হবে। ব্যাটিং টিম ভালো খেললে অনেক সময় খেলার গতি মন্থর করে দেওয়ার চেষ্টা করে বোলাররা। তাতে সম্পূর্ণ মদত থাকে অধিনায়ক এবং অন্যান্য ফিল্ডারদের। এসব আটকাতেই স্টপ-ক্লকের আমদানি। আইসিসি কর্তাদের ধারণা নতুন এই নিয়ম দুই ওভারের মাঝে ক্রিকেটারদের সময় নষ্ট করার প্রবণতা কমাবে। তাতে বৃদ্ধি পাবে খেলার গতি। মন্থর বোলিংয়ের প্রবণতা কমানোর পাশাপাশি পিচ এবং আউটফিল্ডের মানের সার্বিক উন্নয়নের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে আইসিসির বৈঠকে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours