মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেসে ডাকাতির (Robbery) অভিযোগ উঠল (Duronto Express)। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০ জনের সশস্ত্র ডাকাতের একটি দল ট্রেনের উপর চড়ে যাত্রীদের জিনিসপত্র লুঠ করেছে। যদিও ডাকাতির বিষয়ে আপাতত কোনও খবর পায়নি বলে জানিয়েছে পূর্ব রেল।
জানা গিয়েছে, ভোর ৩টে নাগাদ পাটনা স্টেশন পার হতেই ট্রেনটির ছয়-সাতটি কামরায় প্রায় ২০ জন ডাকাতের দল উঠে পড়ে। তাদের হাতে অস্ত্র ছিল বলে যাত্রী দাবি। যাত্রীদের অভিযোগ, পাটনা স্টেশনেই ট্রেন থেকে নেমে যান রেল পুলিশের কর্মীরা। ট্রেনের চালক ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাটনা ছাড়তেই কেউ এক জন চেন টানেন। তার পর থেমে যায় ট্রেন আর তাতে উঠে পড়ে ডাকাতের দলটি।
কেন ট্রেন থামিয়েছেন, তা নিয়ে চালককে প্রশ্ন করেন যাত্রীরা। চালক জানান, ট্রেনের চেন টানা হয়েছিল। সেজন্য থামিয়েছিলেন ট্রেন। এক যাত্রী জানান, পাটনা পর্যন্ত ট্রেনে জিআরপির আধিকারিকরা ছিলেন। পাটনায় ট্রেন থেকে নেমে যান তাঁরা। সঙ্গে যাত্রীদের নিজেদের ফোন এবং চার্জার লুকিয়ে রাখার পরামর্শ দেন।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর সফর, সরকারি টাকায় সাজছে তৃণমূল নেতার রিসর্ট! সত্য ফাঁস শুভেন্দুর
হাওড়ার এক জিআরপি আধিকারিক বলেন, "পাটনার কাছে একটি ঘটনা ঘটেছে। কয়েকজন যাত্রীর সামগ্রী চুরি করা হয়েছে। পাটনায় জিআরপির কাছে অভিযোগ দায়ের করেছেন কয়েকজন যাত্রীরা। কিন্তু এই ঘটনাটি আমাদের এলাকায় ঘটেনি। আমরা যে অভিযোগ পেয়েছি, তা দানাপুর জিআরপির কাছে পাঠিয়ে দিয়েছি।"
মাসখানেক আগেও বন্দুক ঠেকিয়ে একই কায়দায় নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে ডাকাতির অভিযোগ উঠেছে। অনেকেই মনে করছেন বিহারের সেই পুরনো ‘জঙ্গলরাজ’ ফিরে এল।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেছেন, "এই বিষয়টি নিয়ে আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও খবর নেই। এরকম ঘটনা ঘটলে সাধারণত আমরা এতক্ষণে খবর পেয়ে যাই।’"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours