মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট নিয়ে উন্মাদনা ভারতবাসীর কাছে সারা বছর ধরেই থাকে। এখন তো বিশ্বকাপ চলছে তার ওপর। ভারত আবার ফাইনালে উঠেছে। ক্রিকেট উন্মাদনার মধ্যে কুসংস্কারও দেখা যাচ্ছে কমবেশি। এই যেমন ধরুন, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) মাঠে গিয়ে খেলা দেখলে সেই ম্যাচ নাকি ভারত হেরে যায়! এমন কুসংস্কারে আচ্ছন্ন হয়ে বিগ বি-কে ফাইনাল খেলা দেখতে মাঠে না যাওয়ার আর্জি জানাল নেটিজেনরা।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পরেই অমিতাভ বচ্চনের ট্যুইট
আসলে ঘটনাটি হল গত ১৫ নভেম্বরের। ভাইফোঁটার দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে দুরমুশ করে রোহিত বাহিনী। ৩৯৭ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে ৭০ রানে পরাস্ত হয় নিউজিল্যান্ড। লাগাতার দশ ম্যাচ জেতে ভারতীয় দল। অপ্রতিরোধ্য ভারতকে দেখতে সেদিন মুম্বইতে হাজির ছিলেন সিনেমা জগতের অনেক নামকরা তারকা। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত থেকে বলিউডের অনুষ্কা, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি প্রমুখ উপস্থিত ছিলেন ওয়াংখেড় স্টেডিয়ামে। তবে সেদিন দেখা যায়নি অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। ভারতের জয়ের পর একটি ট্যুইট ভেসে আসে শাহেনশার এক্স হ্যান্ডেল থেকে তাতে লেখা, ‘‘আমি যখন দেখি না সেই সময়ই আমরা জিতি।’’
T 4831 - when i don't watch we WIN !
— Amitabh Bachchan (@SrBachchan) November 15, 2023
এরপরেই একের পর এক নেটিজেনের মন্তব্য দেখা যায় কমেন্ট বক্সে। কেউ লিখছেন, ‘‘আপনি কি ফাইনালের দিন চোখে রুমাল বেঁধে থাকবেন?’’ আর একজন লিখছেন, ‘‘আপনার কোনও দরকার নেই খেলা দেখার।’’
শুক্রবার ফের ট্যুইট অমিতাভ বচ্চনের
নেটিজনদের এই মন্তব্যের পরেই শুক্রবার ফের একটি ট্যুইট সামনে আসে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। সেখানে তিনি লিখেছেন, ‘‘এখন ভাবছি যাব কি যাব না!’’
T 4832 - अब सोच रहा हूँ, जाऊँ की ना जाऊँ !
— Amitabh Bachchan (@SrBachchan) November 16, 2023
সেখানে অবশ্য বিশ্বকাপের কথা কিছু উল্লেখ করেননি তিনি। তবে তাঁর ট্যুইট দেখেই বোঝা যাচ্ছে তিনি ১৯ তারিখে হতে চলা আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের কথাই বলছেন। এখন দেখার অমিতাভ বচ্চন সেদিন মাঠে উপস্থিত হবেন নাকি কুসংস্কারকে মর্যাদা দেবেন!
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours