National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের 

এবার সেরা ফিচার ছবির স্বীকৃতি পেল সুরারাই পোত্রু। সেরা জনপ্রিয় ছবি তানহাজি।
National_Film_Award_
National_Film_Award_

মাধ্যম নিউজ ডেস্ক: ফের পুরোনো ছন্দে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানে ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (National Film Award) বিজয়ীদের তালিকা প্রকাশ করল ডিরেক্টোরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল বিভাগ (Directorate of Film Festival Department)। এবার মঞ্চে উঠেই পুরস্কার নিলেন বিজয়ীরা। গত দুবছর করোনার কারণে ভার্চুয়ালি পালন হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। তাই এবার মনোনয়ন তালিকায় রয়েছে ২০২০ সালের কিছু সিনেমা। 

আরও পড়ুন: 'অলবিদা' লিখে ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করলেন আদনান সামি! রহস্য কী?

এবার সেরা ফিচার ছবির স্বীকৃতি পেল সুরারাই পোত্রু। সেরা জনপ্রিয় ছবি তানহাজি। সেরা ছবির তালিকায় রয়েছে বাংলার ছবিও। সেরা সিনেম্যাটোগ্রাফি এবং সেরা বাংলা ছবির জন্যে পুরস্কার পেল অভিযাত্রিক। 

আরও পড়ুন: ইতিহাস বিকৃতি, মণি রত্নম এবং বিক্রমকে আইনি নোটিস

সেরা পরিচালকের শিরোপা পেলেন সচীদানন্দন কে আর। মরণোত্তর এই সম্মান পেলেন সচীদানন্দন, ওরফে সচী। ২০২০ সালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৭ বছর বয়সে প্রয়াত হন এই পরিচালক। 

এক নজরে সেরাদের তালিকা  

সেরা ফিচার ছবি: সুরারাই পোত্রু

সেরা পরিচালক: সচীদানন্দন কে আর

সেরা জনপ্রিয় ছবি: তানহাজি

সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার: ম্যান্ডেলা

সেরা শিশুদের ছবি: সুমি

সেরা অভিনেতা: সুরারাই পোত্রুর জন্য সুরিয়া ও তানহাজ়ির জন্য অজয় দেবগন

সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি

সেরা সাপোর্টিং অভিনেতা: বিজু মেনন

সেরা সাপোর্টিং অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলী

সেরা শিশু শিল্পী: ‘তকতক’ ছবির জন্য অনীষ মঙ্গেশ গোসাভি এবং ‘সুমি’ ছবির জন্য আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর

সেরা সঙ্গীত পরিচালক: আলা বৈকুণ্ঠপুরামুলো

সেরা মহিলা গায়ক: নানছাম্মা

সেরা মহিলা গায়িকা: সাইনা

সেরা অডিয়োগ্রাফি: দোল্লু 

সেরা সিনেম্যাটোগ্রাফি: অভিযাত্রিক

সেরা নন-ফিচার ছবি: থ্রি সিস্টার্স

সেরা পোশাক পরিকল্পনা: তানহাজি

সেরা মেকআপ: নাট্যম

সেরা স্ক্রিনপ্লে: সুরারাই পোত্রু

সেরা অসমীয়া ছবি: ব্রিজ

সেরা বাংলা ছবি: অভিযাত্রিক

সেরা হিন্দি ছবি: তুলসীদাস জুনিয়র

সেরা তেলুগু ছবি: কালার ফটো

সেরা তামিল ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম

বিশেষ জুরি পুরষ্কার

হিন্দিতে সেরা ফিচার ছবি: তুলসীদাস জুনিয়র

কন্নড়ের সেরা ফিচার ছবি: দোল্লু 

মালায়ালামের সেরা ফিচার ছবি: থিঙ্কলাজচা নিশ্চয়াম

তামিলের সেরা ফিচার ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম

হরিয়ানভিতে সেরা ফিচার ছবি: দাদা লখমি
 
ডিমাসায় সেরা ফিচার ছবি: সামখোর

টুলুতে সেরা ফিচার ছবি: জিটিগে  

সেরা নন ফিচার ছবি

পারিবারিক মূল্যবোধের উপর শ্রেষ্ঠ চলচ্চিত্র: কুমকুমারচান, অভিজিৎ অরবিন্দ দলভি

সেরা পরিচালনা: ওহ দ্যাটস ভানু, আরভি রামানি

সেরা সঙ্গীত পরিচালনা: ১২৩২ কিমি- মারাঙ্গে তো ওয়াহিন জাকার, বিশাল ভরদ্বাজ

সেরা সিনেমাটোগ্রাফি: সাবদিকুন্না কালাপ্পা, নিখিল এস প্রবীণ

সেরা অডিওগ্রাফি: পার্ল অফ দ্য ডেজার্ট, অজিত সিং রাঠোর

সেরা সম্পাদনা: বর্ডারল্যান্ডস, অনাদি আথালে

সেরা ন্যারেশন ভয়েসওভার: র‌্যাপসোডি অফ রেইনস , শোভা থারুর শ্রীনিবাসন

বেস্ট অন লোকেশন সাউন্ড: জাদুই জঙ্গল, সন্দীপ ভাটি এবং প্রদীপ লেখওয়ার 

সিনেমার সেরা বই: কিশ্বর দেশাইয়ের দ্য লংগেস্ট কিস 

সিনেমার সেরা বই (বিশেষ উল্লেখ): এমটি অনুনাহভাঙ্গালুদে পুস্তকাম, অনুপ রামকৃষ্ণান এবং সূর্য দেবের কালি পাইনে কালিরা সিনেমা

সেরা চলচ্চিত্র সমালোচক: এই বছর কোন বিজয়ী নেই।

সর্বাধিক চলচ্চিত্র বন্ধুত্বপূর্ণ রাজ্য: মধ্যপ্রদেশ

 

 

 

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles