মাধ্যম নিউজ ডেস্ক: 'মোদি হ্যায় তো মুমকিন হ্যায়' ধ্বনি দিতে শোনা গেল এক পাকিস্তানিকে। প্রসঙ্গত, ২৩ এপ্রিল অস্ট্রেলিয়াতে এক সংস্থার উদ্যোগে আয়োজিত হয় বিশ্ব সদভাবনা অনুষ্ঠান, সেখানেই এই ধ্বনি ওঠে। বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় সংগঠন, বুদ্ধিজীবীরা হাজির ছিলেন এই অনুষ্ঠানে। বক্তব্য রাখতে ওঠেন পাকিস্তানের তারিক বাট, তিনি ছিলেন পাকিস্তানের আহমেদিয়া মুসলিম সমাজের প্রতিনিধি। লাহোরের এই বাসিন্দা মোদির প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, আমার নিজের কথাই যদি বলতে চাই, তবে বলতে হয় আমার প্রচুর ভারতীয় বন্ধু রয়েছে, আমরা একসঙ্গে অনেক সামাজিক কাজ করে থাকি। এখন আমি লক্ষ্য করছি ভারতীয় এবং পাকিস্তানি মুসলিমদের মধ্যে বন্ধন অনেকটাই বেড়েছে। এটা সম্পূর্ণ ভাবে সম্ভব হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্য। এরপরেই তিনি বলে ওঠেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। অন্যদিকে দাউদি বোহরা মুসলিম সমাজের প্রতিনিধি স্বরূপ হাজির ছিলেন করাচির তাহর শাকর, যিনি মুম্বইয়ের আলজামিয়া-তুস-সাইফিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তিনি এদিন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে উনি এসেছিলেন। সেদিন তাঁর সহজ সরল ব্যবহার আমাকে অত্যন্ত মুগ্ধ করে। তিনি বলেন, আমাকে সম্মানীয় অতিথি ভাববেন না কখনও। আমি আপনাদের ঘরের লোক। তাহর শাকরের আরও বলেন, মোদিজী চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এসেছিলেন আমাদের ক্যাম্পাসের উদ্বোধন করতে। আমরা ৯ বছর ধরে একসঙ্গে আছি। আমাদের সমগ্র সম্প্রদায় মোদিজীকে (Narendra Modi) অত্যন্ত সম্মান করে। সিডনিতে তিনি এলে, আমাদের সম্প্রদায় সদা প্রস্তুত থাকে তাঁকে অভ্যর্থনা জানাতে। ইমতিয়াজ নাবেদ নামের অপর এক মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিও সমানভাবে এদিন প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি বলেন, মোদিজী সর্বদাই শান্তির বার্তা দেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারেন।
কী এই বিশ্ব সদভাবনা অনুষ্ঠান ?
প্রসঙ্গত, সদভাবনা অনুষ্ঠান হল এনআইডি ফাউন্ডেশনের একটা উদ্যোগ। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিশ্বভাবনা, বসুধৈব কুটুম্বকমের নীতিকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। সহযোগী সংগঠনগুলির মধ্যে রয়েছে, অল ইন্ডিয়া মাইনরিটিস ফাউন্ডেশন, নামধারী শিখ সোসাইটি ইত্যাদি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours