মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং এএফসি এশিয়ান কাপকে সামনে রেখে আজ, শুক্রবার মারডেকা কাপে (Merdeka Cup 2023) নামছে ভারত। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা। টিমের সঙ্গে যোগ দিয়েই বুধবার কুয়ালা লামপুরে প্র্যাক্টিসে নেমে পড়েন ভারত (Indian Football Team) অধিনায়ক সুনীল ছেত্রী। সঙ্গে সন্দেশ ঝিঙ্ঘানও। সংগঠক দেশ মালয়েশিয়ার বিরুদ্ধে খেলাটা যে সহজ হবে না তা ভালই জানে ইগর স্টিমাচের দল।
কী বলছেন ভারত অধিনায়ক
ফিফা ক্রমতালিকায় ভারত ১০২ নম্বর আর মালয়েশিয়া ১৩৪ নম্বরে। সুনীল কিন্তু তার জন্য মালয়েশিয়াকে খাটো করে দেখতে নারাজ। তাঁর কথায়, ‘৮৩ হাজার দর্শকাসনের গ্যালারিতে মালয়েশিয়া দারুণ সমর্থন পাবে। ফলে ওরা উজ্জীবিত ফুটবল খেলবে। তবে আমাদের জন্যও গলা ফাটাতে কিছু সমর্থক তো থাকবেনই।’ ভারতীয় ফুটবল দলের নেতা বলেন, ‘মারডেকায় এক সময় ভারতের পূর্বসূরিরা ভালো রেজাল্ট করতেন। কিন্তু পরে সে ভাবে ভালো ফল নেই। এবার আমাদের লক্ষ্য মারডেকায় (Merdeka Cup 2023) ভারতের সম্মান ফিরিয়ে আনা। তবে সবার আগে প্রথম ম্যাচটাই এখন আমাদের ফোকাস।’
আরও পড়ুন: গিলকে বিশ্বকাপের জন্য প্রেরণা যুবির! পাক ম্যাচে কি খেলবেন শুভমান?
চারটি দল খেলার কথা ছিল - ভারত, মালয়েশিয়া, তাজিকিস্তান এবং প্যালেস্তাইন। কিন্তু প্যালেস্তাইন নাম তুলে নেওয়ায় তিনটি দল নিয়েই মারডেকা কাপ (Merdeka Cup 2023) খেলা হবে। আর ফিফা র্যাঙ্কিং অনুযায়ী সবথেকে এগিয়ে আছে ভারত (Indian Football Team)। তাই এখানে সুনীলদের কাছ থেকে ভাল ফল প্রত্যাশিত। ভারত বনাম মালয়েশিয়ার মধ্যে যে দল জিতবে, সেই দল আগামী ১৭ অক্টোবর তাজিকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলবে।
ম্যাচের খুঁটিনাটি
কোথায় হবে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচ :
শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে মারডেকা কাপের সেমিফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ভারত।
কখন ম্যাচ শুরু :
আজ (শুক্রবার, ১৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী) ম্যাচ শুরু হবে।
কোন চ্যানেলে দেখা যাবে:
ম্যাচ দেখা যাবে ইউরো স্পোর্টস টিভি চ্যানেলে (Eurosport)। ভারতীয় দলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (Indian Football Team) ভারত বনাম মালয়েশিয়া ম্যাচের লাইভস্ট্রিমিং হবে (ক্লিক করুন এখানে)। তাছাড়া জিয়ো টিভিতেও (Jio TV) বিনামূল্যে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচ দেখতে পারবেন ভারতের ফুটবলপ্রেমীরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours