মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মেজাজে তখন গোটা দেশ। শিকাগোয় (Chicago) চলছে স্বাধীনতার উদযাপন। তারই মাঝে কাটল তাল। মার্কিন যুক্তরাষ্ট্রে যেন রক্তবন্যা থামার নাম নেই। ফের রক্তাক্ত হল ৪ জুলাইয়ের প্যারেড (4th July Parade)। সোমবার শিকাগোর হাইল্যান্ড পার্কে চতুর্থ জুলাইয়ের প্যারেড চলাকালীন এলোপাথাড়ি গুলি (Shooting) চালায় এক বন্দুকবাজ। গুলিবিদ্ধ হয়ে আহত হন অনেকে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এক বন্দুকধারী একটি দোকানের ছাদ থেকে প্যারেডে অংশগ্রহণকারীদের উপর গুলি চালায়।
বন্দুকবাজের হামলায় ৯ জন প্রাণ হারিয়েছেন। আহত অন্তত ৫৭ জন। শিকাগোর পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ১০টায় শুরু হয় কুচকাওয়াজ। মিনিট দশেক পরেই স্থানীয় একটি দোকানের ওপর থেকে মুহুর্মুহু গুলি চালায় এক আততায়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২৪ রাউন্ড গুলি চলার শব্দ শোনা গিয়েছে।
আরও পড়ুন: সংখ্যালঘু হামলা নিয়ে নিন্দা আমেরিকার, পালটা 'বন্দুকবাজ' খোঁচা ভারতের
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফুটপাতে বসে কুচকাওয়াজ দেখছিলেন বহু মানুষ। পরের ফ্রেমেই, তাঁদের মাটি থেকে লাফিয়ে দৌড়তে দেখা যায়, শোনা যায় বন্দুকের শব্দ, মানুষের চিৎকার।
[tw]
The moment the crowd realized there had been mass shooting in Highland Park, Illinois, at their fourth of July parade. Unfortunately there's nothing more American than this tragedy. pic.twitter.com/beXt9uYP3F
— Read Wobblies and Zapatistas (@JoshuaPotash) July 4, 2022
[/tw]
হাইল্যান্ড পার্কের পুলিশ চিফ লউ জগম্যান জানিয়েছেন, শহরতলির নানা জায়গায় গুলি চালিয়েছে আততায়ী। তার নাম রবার্ট ক্রিমো। পেশায় ইউটিউবার। আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নতুন চার-দেশীয় গোষ্ঠী 'আই২ইউ২'-র সদস্য ভারত, আছে কারা?
হাইল্যান্ড পার্কের নিরাপত্তার দায়িত্বে লেক কাউন্টি শেরিফ বিভাগ। শেরিফ বিভাগের কার্যালয় থেকে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা এলাকা টহল দিচ্ছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় স্বাধীনতা দিবসের সব রকমের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মেয়র।
মার্কিন প্রতিনিধি ব্র্যাড স্নাইডার রয়টার্সকে বলেছেন যে হাইল্যান্ড পার্কে যখন গোলাগুলি শুরু হয়েছিল তখন তিনি প্যারেডের সামনে ছিলেন। স্নাইডার ট্যুইটারে লেখেন, "অনেকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আরো অনেকে আহত হয়েছেন। হামলায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।"
+ There are no comments
Add yours