Mohammad Shami: লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী মহম্মদ শামি? রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা

Lok Sabha Elections 2024: ক্রিকেট ছেড়ে রাজনীতির ময়দানে! লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ? 
shami_f
shami_f

মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজের সঙ্গেই কি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন মহম্মদ শামি (Mohammad Shami)।  কয়েক মাস আগে দেশের মাটিতে বিশ্বকাপে অবিশ্বাস্য বোলিং করে সবার মন জেতেন শামি। সেই সময়ই শামিকে কাছে টেনে নেন প্রধানমন্ত্রী মোদি। এবার লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাঁকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। গুঞ্জন, সেই প্রস্তাবে হয়তো সাড়া দেবেন ভারতের তারকা পেসার।

শামিকে প্রস্তাব

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, শামি (Mohammad Shami) বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে ভোটে দাঁড়াতে পারেন। এখানে তৃণমূলের গতবারের জয়ী প্রার্থী হলেন নুসরত জাহান। সেক্ষেত্রে তৃণমূল যদি আবার নুসরত জাহানকে প্রার্থী করে, আর বিজেপি-র সঙ্গে শামির কথা চূড়ান্ত হয়, তাহলে বসিরহাটে শামি বনাম নুসরত ম্যাচ দেখা যেতে পারে। শামি আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনও পার্টি জয়েন করেননি। উত্তরপ্রদেশে বাড়ি হলেও, রঞ্জি ট্রফিতে বাংলার হয়েই খেলেন মহম্মদ শামি। তাই ভারতীয় ক্রিকেটারকে পশ্চিমবঙ্গ থেকেই প্রার্থী করা হতে পারে। প্রসঙ্গত, কয়েকমাস আগে মহম্মদ শামি উত্তরাখণ্ডে এক বিজেপি নেতার বাড়ির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তখনই কথা হয় বলে অনুমান।

আরও পড়ুন: পুতিন বিরোধী স্বর তোলাই ভুল! বিশ্বখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভকে ‘জঙ্গি’ তকমা রাশিয়ার

অনেকে আবার এখনই শামির (Mohammad Shami) বিজেপিতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। এর প্রধান দুটি কারণ ৩৩ বছরের শামি-র মধ্যে এখনও বেশ কিছুটা ক্রিকেট বাকি আছে। চোট সারিয়ে শামি-র এখনও অনেক দেশের জার্সিতে ও আইপিএলে ভাল স্পেল উপহার দেওয়ার আছে। এমন সময় রাজনীতিতে যোগ দেওয়ার ঝুঁকিটা হয়তো শামি নেবেন না। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেছেন, অনেকেই বিজেপিতে যোগ দিতে চাইছেন। আগামী কয়েক দিন বেশ কয়েকটি বড় নাম তাদের দলে যোগ দিচ্ছেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles