IT Raid: তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি, কারখানায় আয়কর হানায় উদ্ধার কোটি কোটি টাকা

কেবলমাত্র একটি জায়গা থেকেই মিলেছে ৯ কোটি টাকা
jakir-hussain
jakir-hussain

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি এবং কারখানা থেকে মিলল ১১ কোটি টাকা।  বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জাকিরের বিড়ি কারখানা এবং তাঁর দফতরে চলছিল আয়কর তল্লাশি। আয়কর দফতর সূত্রে খবর, সেই তল্লাশিতে মিলেছে ১১ কোটি টাকা। আয়কর দফতর সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া ১১ কোটি টাকার মধ্যে কেবলমাত্র একটি জায়গা থেকেই মিলেছে ৯ কোটি টাকা।

এক জায়গায় মেলে ৯ কোটি টাকা

আয়কর দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার এগারোটা জায়গায় তল্লাশি চালানো হয়। জাকির হোসেনের চালকল তেলকল সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ১১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। একটি অফিস থেকে ৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও জাকির হোসেনের দাবি, তেল মিল ও চাল মিলে নগদ টাকায় শস্য কিনতে হয়। বিড়ি শ্রমিকদের সপ্তাহান্তে মজুরি প্রদান করতে হয়। সেই টাকাই রাখা ছিল বিভিন্ন জায়গায়। মুর্শিদাবাদের সুতির একাধিক বিড়ি ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা। আয়কর দফতরের আধিকারিকরা জানান, মুর্শিদাবাদে জাকির হোসেনের একটি অফিস থেকে নগদ ন’কোটি টাকা মিলেছে। একটি কার্টনের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল ওই টাকা। কেন এত বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হল তা ভাবাচ্ছে আয়কর কর্তাদের। কোথা থেকে এই টাকা এল বা কেন তা লুকিয়ে রাখা হল তা খতিয়ে দেখছেন তাঁরা।

আরও পড়ুুন: ১৯ কোটি টাকা নিয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা! বিস্ফোরক মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে বুধবার আচমকাই হানা দেয় কেন্দ্রীয় আয়কর দফতর। সামসেরগঞ্জের গোবিন্দপুরে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের (Zakhir Hossain) বিড়ির কারখানা। বেলা ১১টা নাগাদ ওই কারখানার সামনে এসে পৌঁছয় আয়কর দফতরের তিনটি গাড়ি। বেশ কয়েকজন আধিকারিক কাউকে কিছু না বলেই ভিতরে ঢুকে যান। দীর্ঘক্ষণ সেখানে থাকার পর বেরিয়ে অন্যত্র চলে যান তাঁরা। পরে তল্লাশি চালানো হয় জাকির হোসেনের চালকল-তেলকল ও বাড়িতেও। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles