Nambi Narayanan: হিন্দু হওয়া কি অপরাধ! বায়োপিক- বিতর্কে মুখ খুললেন বিজ্ঞানী নাম্বি নারায়ণন

আমি যা, আমার বায়োপিকে তাই দেখানো হবে। আমি হিন্দু, আমাকে তো আর মুসলিম, খ্রীস্টান বলে দেখানো যাবে না। এটা ভারি মজার। অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। এটাতে রং দেওয়া হচ্ছে।
vbk-isro-nambi-narayanan-pti
vbk-isro-nambi-narayanan-pti

মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু হওয়া কি অপরাধ? প্রশ্ন তুললেন ইসরোর বিখ্যাত রকেট সাইন্টিস্ট নাম্বি নারায়ণন (Nambi Narayanan)। তিনি বলেন, "আমি একজন হিন্দু সন্তান। আমার বায়োপিকে তাই দেখানো হয়েছে। আমি নিয়মিত হিন্দু আচার, রীতি, নীতি মেনে চলি। আমি হিন্দু বলে গর্বিত। হিন্দু হওয়া কি কোনও অপরাধ?" যদি হিন্দু হওয়া কোনও অপরাধ না হয় তাহলে বিতর্ক কিসের অভিমত বিজ্ঞানীর। সম্প্রতি তাঁর বায়োপিক ‘রকেট্রি, দ্য নাম্বি এফেক্ট’ (Rocketry The Nambi Effect),-এ হিন্দুত্বের প্রচার করা হচ্ছে বলে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই নিয়ে মুখ খুললেন বিজ্ঞানী। তাঁর দাবি, "আমি যা, আমার বায়োপিকে তাই দেখানো হবে। আমি হিন্দু, আমাকে তো আর মুসলিম, খ্রীস্টান বলে দেখানো যাবে না। এটা ভারি মজার। অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। এটাতে রং দেওয়া হচ্ছে। কিছু ভুল হলে আমি বলতাম।"

[tw]

[/tw]

বিখ্যাত বিজ্ঞানি নাম্বি নারায়ণনের জীবন কাহিনীর উপ ভিত্তি করে তৈরি হয়েছে ‘রকেট্রি, দ্য নাম্বি এফেক্ট’(Rocketry The Number Effect), নামে একটি ছবি। রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট এক মহাকাশ বিজ্ঞানীর গল্প বলে। নাম্বি নারায়ণ প্রাক্তন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী। পাশাপাশি তরল জ্বালানিতে চলা ইঞ্জিনের আবিষ্কার করেন নাম্বি নারায়ণন। তাঁরই জীবনী নিয়ে তৈরি এই ছবি। এই ছবিতে নাম্বি নারায়নের ভূমিকায় অভিনয় করেছেন আর মাধবন (R Madhaban)। এই ছবিতেই প্রথমবার পরিচালনায় হাতে খড়ি হল মাধবনের। ১ জুলাই সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। কেরিয়ারের মধ্যগগনে থাকতেই নাম্বির নামের পাশে সেঁটে গিয়েছিল ‘দেশদ্রোহী’ তকমা। ১৯৯৪ সালে নারায়নের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগ এনে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। চরবৃত্তির অভিযোগে জেলও খাটতে হয়েছিল তাঁকে। সেই বদনাম কাটিয়ে উঠতে দু’দশকেরও বেশি সময় লেগে গিয়েছিল তাঁর। ২০১৮ সালে সুপ্রিম কোর্টে চরবৃত্তির অভিযোগ থেকে রেহাই পান ৭৯ বছরের নাম্বি নারায়ণন। ভুয়ো অভিযোগ এনে তাঁকে কালিমালিপ্ত করা হয়েছিল বলে মেনে নেয় শীর্ষ আদালত। 

আরও পড়ুন: তিন দিন ধরে ২০ কোটি বাড়িতে উড়বে জাতীয় পতাকা ! কেন্দ্রের নয়া প্রচার 'হর ঘর তেরঙ্গা'

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles