মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ে অবশ্য এখনও ঠিক হয়নি। তবু শাহরুখ চেয়ে নিয়েছেন আগাম নিমন্ত্রণ। নিজেই সে কথা জানালেন কেকেআর ব্যাটার রিঙ্কু সিং। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলেছিলেন রিঙ্কু। আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন ম্যাচের শেষ পাঁচ বলে পর পর ৫টি ছক্কা মেরে। এ বারের আইপিএলে (IPL 2023) বেশ ভাল ছন্দে রয়েছেন রিঙ্কু। রাত পোহালেই ইডেনে ফের গুজরাটের মুখোমুখি কলকাতা। শেষ চারে পৌঁছতে গেলে এখন পরপর ম্যাচ জিততে হবে নাইটদের।
রিঙ্কুর কথা
রিঙ্কু বলেছেন, ‘‘গুজরাট ম্যাচের পর স্যর (শাহরুখ) আমাকে ফোন করেছিলেন। আমার বিয়ের কথা জানতে চাইলেন। শাহরুখ বললেন, ‘অনেকে আমাকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি কোথাও যাই না। কিন্তু আমি তোর বিয়েতে নাচতে যাব।’’ ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রিঙ্কু। হার্দিকদের বিরুদ্ধে শনিবার ইডেনে রিঙ্কুর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে নাইট শিবির।
When SRK Called Rinku Singh!#ShahRukhKhan𓀠 #RinkuSingh pic.twitter.com/rC2Ki7eHwl
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) April 27, 2023
পর পর ৪ ম্যাচ হারার পরে গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামবে কেকেআর। কিন্তু শনিবার রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে বৃষ্টি হলে সমস্যায় পড়তে হবে কেকেআর-কে। ম্যাচ না হলে পয়েন্ট ভাগ হবে। লিগ টেবিলের (IPL 2023) সাপ-লুডোর খেলায় অনেকটাই পিছিয়ে পড়বেন নীতিশ রানারা (Nitish Rana)। সাত নম্বরে থাকা কেকেআর-কে পৌঁছতে হবে ১৬ পয়েন্টে। ফলে এখনও ১০ পয়েন্ট পেতে হবে রানাদের। এখনও তাদের ৬টা ম্যাচ বাকি রয়েছে। সেখান থেকে ১০ পয়েন্ট তুলতে হলে ৫টা ম্যাচ জিততেই হবে।
আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?
বাংলাদেশে উড়ে গেলেন লিটন
অন্যদিকে গুজরাট টাইটান্সের ম্যাচের আগে শুক্রবার সকালেই কলকাতা থেকে বাংলাদেশে উড়ে যান লিটন দাস। পরিবারের কোনও সদস্যের অসুস্থতাজনীত কারণেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। নাইট ফ্র্যাঞ্চাইজির তরফে কঠিন সময়ে লিটনের পাশে থাকার কথা জানানো হলেও তিনি পুনরায় আইপিএলে ফিরবেন কিনা, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি মাত্র আইপিএল ম্যাচে মাঠে নামার সুযোগ হয় বাংলাদেশের তারকা ক্রিকেটারের। কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লিটনকে মাঠে নামায় কেকেআর।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours