মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি থেকে দোহার উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর বিমান A320-271N। বিপত্তি ঘটল হঠাৎই মাঝ আকাশে, বসে থাকতে থাকতেই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় বিমানের ভিতরে। তারপর পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। কিন্তু চিকিৎসকরা ওই যাত্রীকে পরীক্ষা করে জানান, আগেই মৃত্যু হয়েছে তাঁর।
আরও পড়ুন: মার্চেই ভারত থেকে ডিজেল যাবে বাংলাদেশে! আন্তঃসীমান্ত পাইপলাইন উদ্বোধনে মোদি-হাসিনা
যাত্রীর পরিচয়
যাত্রী সম্পর্কে এখনও অবধি বেশি কিছু জানা যায়নি। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ওই যাত্রী একজন নাইজেরিয়ার নাগরিক। তাঁর নাম আব্দুল্লাহ (৬০)। দিল্লি থেকে ইন্ডিগো (IndiGo) এয়ারলাইনের একটি বিমানে উঠেছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। বিমানকর্মীরা সঙ্গে সঙ্গেই করাচি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। করাচি বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণের অনুমতি চান ক্যাপ্টেন। সেই বিষয়ে সবুজ সংকেত মিলতেই বিমান অবতরণ করানো হয় করাচিতে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন চিকিৎসকদের দল। কিন্তু আব্দুল্লাহকে দেখেই তাঁরা জানান, আগেই মৃত্যু হয়েছে তাঁর।
আরও পড়ুন: 'আরআরআর'-র হাত ধরে ভারতে এল অস্কার, 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে সেরা 'নাটু নাটু'
শোক প্রকাশ করল ইন্ডিগো (IndiGo) কর্তৃপক্ষ
ঘটনায় একটি বিবৃতি দিয়ে একথা জানিয়ে শোক প্রকাশ করেছে ইন্ডিগো (IndiGo) এয়ারলাইন। ‘আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের শুভেচ্ছা এবং প্রার্থনা ওঁর পরিবারের সঙ্গে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা বিমানের অন্যান্য যাত্রীদের যত দ্রুত সম্ভব স্থানান্তরিত করার চেষ্টা করছি,’ জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: শুধু চাকরি বিক্রি নয়, বদলির সুপারিশপত্রও মানিককে পাঠাতেন শান্তনু! বিস্ফোরক দাবি ইডির
আরও পড়ুন: কালিকাপুর স্টেশনের নাম হল কবি সুকান্ত, কবে থেকে ছুটবে নিউ গড়িয়া-রুবি মেট্রো?
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours