Ropeway: লক্ষ্য পার্বত্য অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, দু’শোর বেশি ‘রোপওয়ে’ প্রকল্পের সূচনা কেন্দ্রের

দেশে রোপওয়ে নেটওয়ার্ক প্রকল্পে ১লাখ ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ কেন্দ্রের
roopway
roopway

মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকারি ইতিমধ্যে ঘোষণা করেছেন 'ন্যাশনাল রোপওয়ে (Ropeway) ডেভেলপমেন্ট প্রোগ্রাম'-এর যার পোশাকি নাম দেওয়া হয়েছে পর্বতমালা পরিযোজনা। এই প্রকল্পের মাধ্যমে লক্ষ্য নেওয়া হয়েছে ২০০-র বেশি রোপওয়ে প্রজেক্টের। যার জন্য ব্যয় হবে আনুমানিক ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। আগামী পাঁচ বছর ধরে চলবে এই প্রজেক্ট। মঙ্গলবার ২৩ জানুয়ারি এই প্রজেক্টের ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারি এবং তিনি বলেন, ‘‘রোপওয়ে (Ropeway) ব্যবস্থার মাধ্যমে পার্বত্য অঞ্চলের গ্রামীণ এলাকায় ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং তা পরিবেশ দূষণও কমাবে। এর পাশাপাশি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার দূরত্বও কমে আসবে।’’

দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে 

সারা দেশে রোপওয়ে (Ropeway) নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলার পক্ষেও মঙ্গলবার সওয়াল করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। তাঁর আরও সংযোজন, ‘‘আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত সামগ্রিকভাবে রোপওয়ে ব্যবস্থাগুলিকে উন্নত করার জন্য। এর ফলে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ।’’ তাঁর মতে, ‘‘রোপওয়ে ব্যবস্থার মাধ্যমেই পর্যটন শিল্পকে প্রমোট করা যাবে। পার্বত্য অঞ্চলের গ্রামের এবং শহরগুলির যোগাযোগ ব্য়বস্থাও গড়ে উঠবে।’’ এই প্রকল্পের রোপওয়ে ব্যবস্থা পরিবেশবান্ধব ভাবে গড়ে উঠবে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, ‘‘এই প্রকল্পে বেসরকারি সংস্থাগুলিও বিনিয়োগ করতে পারবে।’’

হিমাচল ও হরিয়ানাতে রোপওয়ে প্রকল্পের উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী

মঙ্গলবারই হিমাচল প্রদেশের দুটি রোপওয়ে (Ropeway) প্রজেক্টের ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই দুটি হল হিমাচল প্রদেশের বিজলি মহাদেব প্রজেক্ট এবং অন্যটি হলো হরিয়ানার ধোসি পাহাড়ের উপর রোপওয়ে প্রজেক্ট। গাদকারি আরও জানান, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং তা অচিরেই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে চলে আসবে। দেশের প্রতিটি ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমেই তা সম্ভব হবে।

 

আরও পড়ুুন: পৃথিবীর অর্ধেক বয়সের ইতিহাসের সাক্ষী রামলালার শরীরের পাথর!

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles